‘মিয়া খলিফা’, ‘কোমড়ে ডগ বাইট’- ট্রোলিংয়ের শিকার মধুমিতা

0
292

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফের শারীরিক গঠন এবং পোশাক নিয়ে নোংরা মন্তব্যের শিকার হতে হলে অভিনেত্রী মধুমিতা সরকার কে, ওয়েস্টার্ন সাজে মধুমিতার এই ছবি দেখে তাকে মিয়া খলিফার সঙ্গে তুলনা করতে শুরু করেন নেটিজেনরা। শুধু তাই নয় কোমরে লাভ বাইট নিয়েও বলতে শুরু করেন তারা।

মাঝেমধ্যে নানান ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অভিনেত্রী মধুমিতা সরকার। কখনো দর্শকদের খুব ভালোবাসা পান আবার কখনো তেড়ে আসে নেটিজেনদের কটাক্ষ। এমনই বেশ কিছু ছবিতে রীতিমতো আক্রমণ করা হল মধুমিতাকে। সাদা রঙের ক্রফট গেঞ্জি এবং টনড জিন্স পড়ে বেশ কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন মধুমিতা। বিশেষ একটি ছবিতে কমেন্টের মাধ্যমে নোংরা ভাবে আক্রমণ করা হয় এই অভিনেত্রীকে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বোঝেনা সে বোঝেনার পাখি চরিত্রটি আজব পছন্দ করেন মধুমিতা অনুরাগীরা। কিন্তু তা বলে তো এটা নয় যে সব সময় পাখির মতই তাকে সাজতে হবে বা সেই ধরনের চরিত্রই করতে হবে। মধুমিতা কে পাখির মতো সাজেই সবচেয়ে ভালো মানায় এমন কমেন্ট এর পাশাপাশি অনেকেই তার শারীরিক গঠন নিয়ে নোংরা ভাবে আক্রমণ করেন সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ মিয়া খলিফার সঙ্গে তুলনা করেন, আবার কেউ কোমড়ে দাগ দেখে লাভ বাইট বলে তীর্যক মন্তব্য করেন। এর আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে ট্রোলড হয়েছেন এই অভিনেত্রী।

একজন অভিনেত্রীকে তার পোশাক বা শারীরিক গঠন অথবা গায়ের রং নিয়ে নোংরা মন্তব্য করা যেন ধীরে ধীরে অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে নেটিজেনদের। কোন কোন অভিনেত্রী এর প্রতিবাদ জানালেও অনেকেই বিষয়টি এড়িয়ে যান। সেই কারণেই কি বারবার এমন ভাবে কটাক্ষের মুখোমুখি হচ্ছেন একাধিক অভিনেত্রীরা? ২০২২ এ দাঁড়িয়েও একজন মহিলাকে এমন ধরনের নোংরা কমেন্টের সম্মুখীন হওয়া কতটা লজ্জার বিষয় এই সমাজের জন্য? সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কবে বদলাবে মানুষ কবে বদলাবে এই ধরনের মানসিকতার মানুষদের চিন্তাভাবনা? সভ্য সমাজে এমন ধরনের আক্রমণ কতদিন সহ্য করতে হবে মহিলাদের?

- Advertisement -