সেরা অভিনেতার দৌড়ে ফ্যামিলি ম্যানের গোয়েন্দা শ্রীকান্ত তিওয়ারি

0
410

মুম্বই: মেলবোর্ন, অস্ট্রেলিয়া এই মুহূর্তে বলিউডের প্রিয় বিদেশী গন্তব্য হয়ে উঠেছে। কারণ দ্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন (আইএফএফএম ২০২১) বর্তমানে সেখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং এটি বেশ তারকাখচিত বিষয় হয়ে উঠছে। এককথায় বলা চলে সেখানে চাঁদের হাট বসেছে।

ফিল্ম ফেস্টিভ্যাল হল অস্ট্রেলিয়ায় ভারত ও অন্যান্য উপমহাদেশের চলচ্চিত্রের বার্ষিক উদযাপন। IFFM ২০২১ অনুষ্ঠানটি কার্যত ২০ আগস্ট থেকে শুরু হয়েছিল। মূলত ভারতীয় সিনেমার মধ্যে ফিচার এবং শর্ট ফিল্ম আইএফএফএম- এ বিশ্বজুড়ে অসাধারণ সাড়া ফেলেছে।

- Advertisement -

এই বছর ‘দ্য ফ্যামিলি ম্যান’-র দ্বিতীয় সিরিজে দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন মনোজ বাজপেয়ী। শুধু তিনিই নন সেরা অভিনেত্রীর দৌড়ে নিজের ঝুলিতে পুরস্কার পুরেছেন সামান্থা আক্কানেনিও।

আর এই অনুষ্ঠানে যথেষ্ট প্রশংসিত হয়েছে রাজ নিদিমরু এবং ডিকে পরিচালিত এই জনপ্রিয় সিরিজটি। প্রসঙ্গত, টানটান উত্তজেনা নিয়েই এবারও পর্দায় ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় পর্ব হাজির হয়েছিল। নির্ধারিত সময়ের একদিন আগেই অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পেয়েছিল ‘দ্য ফ্যামিলি ম্যান ২’।

গত সিজেনের মতন এই সিজনেও দেখা মিলেছে একগুচ্ছ চমকের। তবে সিজন ২ কিন্তু আরও বেশি রোমাঞ্চকর হয়েছে। কারণ এখানে কূটনৈতিক উত্তজনার সঙ্গে ঘরোয়া অস্থিরতাও উঠে এসেছে। উল্লেখ্য, এর আগেও ২০১৮ সালে আইআইএফএম-এ সেরা অভিনেতার তকমা পেয়েছিলেন মনোজ।