বিপ্লব চট্টোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়

0
115

অর্পিতা দাস: বাংলা ধারাবাহিকের গল্পের জন্য লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় কে কটাক্ষ করেন অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়। এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। বিপ্লব চট্টোপাধ্যায় কে খানিকটা সমর্থন করলেও দর্শকদের দিকে আঙুল তুললেন তিনি।

ধারাবাহিকের গল্প নারীকেন্দ্রিক হলেও নেগেটিভ চরিত্রে ভয়ঙ্কর করতে দেখা যায় অন্য নারীদের, যার ফলে ক্রমশই প্রত্যেক ধারাবাহিকে নেগেটিভিটি বাড়ছে। কেন এমন গল্প লেখা হবে? এই প্রশ্ন তুলে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায় বলেন লেখিকা (লীনা গঙ্গোপাধ্যায়) কে গুলি করে মারা উচিত। বিপ্লব চট্টোপাধ্যায় এর এই কথা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে টলিউডে। সাধারণ মানুষের অর্থাৎ দর্শকেরা বিপ্লব চট্টোপাধ্যায় কে সমর্থন করলেও এই প্রবীণ অভিনেতা বিপক্ষে কথা বলছেন একাধিক অভিনেতা অভিনেত্রীরা। এবার এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

কনীনিকা বন্দ্যোপাধ্যায় সুস্পষ্টভাবে জানিয়েছেন, ‘কথাটা উনি ঠিক বলেছেন, তবে ঠিকভাবে বলতে পারেননি। যদি অন্যভাবে বিষয়টাকে বোঝাতে পারতাম তাহলে হয়তো এই ভাবে তাকে অ্যাটাক করা হতো না।’ পাশাপাশি কনীনিকার প্রশ্ন, ‘নারীদের উপর অত্যাচার হচ্ছে এমন ধারাবাহিক দর্শকেরা দেখে কেন টিআরপি বাড়ান? আপনারা দেখেন বলেই আমরা করতে বাধ্য হয়ে এই ধরনের চরিত্র। আয় তবে সহচরী ধারাবাহিকের গল্প অনুযায়ী যতবারই সহচরীর পড়াশোনা দেখানো হয়েছে, টিআরপি কমে গেছে। আসলে দর্শকেরাই নারীদের ওপর নারীদের এই অত্যাচার দেখতে ভালোবাসেন। একজন নারীকে অপমান করে মাটিতে মিশিয়ে দেওয়া হবে সেটা আজ দেখতে পছন্দ করেন অন্যান্য মানুষেরা। যেদিন দর্শকদের দেখার ধরন বদলাবে না এই ধরনের ধারাবাহিক দেখা বন্ধ করবেন, সেদিন এই ধরনের গল্প তৈরি হওয়া বন্ধ হবে।’

একথা সত্যি যে, এই দায় অনেকটাই দর্শকদের। বহু ভালো ধারাবাহিক টিআরপির কারণে বন্ধ হয়ে যেতে হয়েছে। আবার নানান কারণে ট্রোলিং হওয়ার পর টিআরপি তালিকায় শীর্ষে থেকেছে কোন কোন ধারাবাহিক। তাই ধারাবাহিকের গল্প শুধু ভাল হলেই হবে না, ভালো গল্প দেখার অভ্যাস করতে হবে দর্শকদের‌ও- বিপ্লব চট্টোপাধ্যায় এর বক্তব্যকে খানিকটা সমর্থন করে এই কথা জানিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -