বঙ্গ অভিযানে আজ রাজ্যে আসছেন অমিত শাহ, রয়েছে ঠাসা কর্মসূচি

0
540

কলকাতা: করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে সক্রিয় রাজনীতিতে তেমনভাবে দেখা যায়নি অমিত শাহকে৷ বিহারেও ভোটপ্রচারে অংশ নিতে পারেননি৷ ভেস্তে গিয়েছিল দুর্গাপুজোয় বাংলা সফরের পরিকল্পনা৷ এখন তিনি অনেকটাই সুস্থ৷ তাই বিধানসভা ভোটের আগে ঘর গোছাতে আজ রাজ্যে আসছেন প্রাক্তন বিজেপি সভাপতি৷ বৃহস্পতি ও শুক্রবার ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর৷ শাহের হাত ধরেই আবার শুরু হচ্ছে ‘মধ্যাহ্নভোজের রাজনীতি’৷

বুধবার কলকাতায় রাত কাটিয়ে বৃহস্পতিবার সকালেই অণ্ডাল হয়ে বাঁকুড়ায় রওনা দেবেন শাহ৷ সেখানে রবীন্দ্রভবনে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সারবেন তিনি৷ ওই বৈঠকে বিধানসভা ভিত্তিক দলের পর্যবেক্ষক এবং জেলা ও রাজ্য নেতৃত্বের কথা৷ আলোচনার ফাঁকে বাঁকুড়ায় এক আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার কথা রয়েছে তাঁর৷ তারপর রাতেই কলকাতা ফিরে আসবেন তিনি৷

- Advertisement -

শুক্রবার কলকাতায় দফায় দফায় বৈঠক করবেন অমিত শাহ৷ ইজেডসিসির ওই বৈঠকে কলকাতা, দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ থেকে নেতারা যোগ দেবেন৷ তারপর কলকাতার এক উদ্বাস্তু পরিবারের সঙ্গে দুপুরে খাবার খাওয়ার কথা তাঁর৷ স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তার কারণে ওই পরিবারগুলির নাম প্রকাশ্যে আনা হচ্ছে না৷ এছাড়া দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার কথা রয়েছে অমিত শাহের৷ সকালে যেতে পারেন পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতেও৷ দিনভর দলীয় কর্মসূচি শেষে রাতেই তিনি ফিরে যাবেন দিল্লি৷