ভালোবাসা দিবসে হলুদে রাঙানো Sid-Kiara

0
62

বিনোদন ডেস্ক: ভালোবাসা দিবসের দিন বিয়ের অদেখা ছবি প্রকাশ্যে আনলেন সিদ্ধার্থ-মলহোত্রা কিয়ারা আডবানি। ৭ ফেব্রুয়ারি রাজস্থানের সূর্যগড় হোটেলে সাতপাকে বাঁধা পড়েছেন , গত ১২ ফেব্রুয়ারি মুম্বইয়ে গ্র্যান্ড রিসেপশন সেরেছেন তারকা দম্পতি।

এদিন সোশ্যাল মিডিয়া হান্ডেল থেকে হলদি সেরেমনির ছবি প্রকাশ্যে আনলেন সিড-কিয়ারা। অফ হোয়াইট লেহেঙ্গা, হলুদ দোপাট্টায় দেখা গিয়েছে কিয়ারা’কে। আর অন্যদিকে সিদ্ধার্থ’কে দেখা গিয়েছে হলুদ পাঞ্জাবিতে। ছবিতে দুই তারকাই হাসি মুখে ফ্রেমবন্দি হয়েছেন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এই ছবি শেয়ার করে কিয়ারা লিখেছেন, “Pyaar ka rang chada hai।” মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের ছবি।

- Advertisement -

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

বিয়ের পর মুম্বইয়ে সমুদ্র সংলগ্ন একটি বিলাস বহুল অ্যাপার্টমেন্টে থাকবেন সিড-কিয়ারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই অ্যাপার্টমেন্টের একটি ভিডিও। বহু তল বিশিষ্ট ওই বিলাস বহুল অ্যাপার্টমেন্ট নাকি সপ্তাহ খানেক আগেই কিনে ফেলেছেন তারকা জুটি। শুধু তাই নয় আরও জানা গিয়েছে, বিয়ের পর জনপ্রিয়তা বেড়েছে সিদ্ধার্থ-কিয়ারার, ইতিমধ্যে কর্ণ জোহরের তিনটি ছবিতে চুক্তি বদ্ধ হয়ে গিয়েছেন এই তারকা জুটি।