তিন প্রজন্মের নায়িকারা এক পর্দায়, আসছে The Crew

0
70

বিনোদন ডেস্ক: তিন প্রজন্মের তাবড় তাবড় অভিনেত্রীদের নিয়ে বড় পর্দায় আসছে The Crew। ছবিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে, টাব্বু, করিনা কাপুর আর কৃতি শ্যানন’কে। বিমান কর্মীদের জীবন সংগ্রাম ফুটে উঠবে ছবির গল্পে।

জোয়া আখতারের ক্যাট্রিনা-প্রিয়াঙ্কা-আলিয়া’র জি লে জারা জুটিকে টেক্কা দিতে এবার আসছে টাব্বু, করিনা কাপুর আর কৃতি শ্যানন-এর The Crew। ভিরে দি ওয়েডিং-এর পর ফের রিয়া কাপুর-একতা কাপুরের হাত ধরে বড় পর্দায় আসছেন করিনা। ছবি ঘিরে অনেকটা আশা অভিনেত্রীর। একই ভাবে উচ্ছ্বাসিত কৃতিও। অভিনেত্রীর কথায় আমি সব সময় শক্তিশালী চরিত্র বা অন্য ধরণের গল্পের জন্য অপেক্ষা করে থাকি। The Crew-এ দুই প্রতিভার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত।

- Advertisement -

ছবি পরিচালনার দায়িত্বে আছেন রাজেশ কৃষ্ণ। প্রযোজনা করবেন একতা কাপুর-রিয়া কাপুর। আগামী বছর মুক্তি পাবে ছবি। খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিং-এর কাজ।