নন্দিতা দাসের টানে মুম্বাই থেকে বাংলায় Kapil Sharma

0
67

বিনোদন ডেস্ক : বলিউডের বিখ্যাত কৌতুক শিল্পী কপিল শর্মা। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় তার শিখরে পৌঁছে গেছেন তিনি। কমেডির পাশাপাশি এখন বড়ো পর্দাতেও জমিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি পরিচালক নন্দিতা দাসের আসন্ন ছবিতে দেখা মিলবে কপিল শর্মার। আর সেই কারণেই সোজা মুম্বাই থেকে বাংলায় পা অভিনেতা। জানা গিয়েছে বাংলার ওড়িশার ভুবনেশ্বরেই শুরু হবে ছবির শুটিং।

আরও পড়ুনভক্তের প্রসাদ গ্রহন করলো টিভির পর্দার ভগবান

- Advertisement -

এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক গুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেতা। ছবিতে পরিচালক নন্দিতা দাস, অভিনেত্রী সায়নী গুপ্ত সহ আরো বেশ কয়েকজনের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে অভিনেতাকে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “A beautiful evening with beautiful people।” ভুবনেশ্বরের কলিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে এদিন সম্মানিত করা হয় অভিনেতাকে। সঙ্গে ছিলেন নন্দিতা এবং সায়ানি গুপ্ত। ভুবনেশ্বরের আতিথেয়তায় মুগ্ধ কপিল শর্মা।

 

View this post on Instagram

 

A post shared by Kapil Sharma (@kapilsharma)

একটা অতি সাধারণ ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল সত্যটা, আসল পরিস্থিতিটাকে তুলে ধরবে নন্দিতা দাসের এছবি। ছবি র মুখ্য চরিত্রে থাকবে অভিনেতা কপিল শর্মা। ফুড ডেলিভারি বয়’ চরিত্রে দেখা মিলবে অভিনেতার। পরিচালক অভিনেতা প্রসঙ্গে বলেন, “আমি কখনো কপিলের শো দেখিনি, কিন্তু আমার বিশ্বাস আছে ওর ওপর,তিনি সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন।”