নির্বাচনী প্রচার শুরুর আগেই Covaxin নিলেন কমল হাসান

0
509

চেন্নাই: কেন্দ্রের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে মার্চ মাসের প্রথম দিন থেকে ৬০ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের সেইসমস্ত ভারতীয়দের ভ্যাকসিন দেওয়া হবে। সেই নিয়ম মেনেই সোমবার করোনা টিকা নিয়েছিলেন ৭০ বছর বয়সী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। ওই একই দিনে সেই দলে নাম লিখিয়েছন অমিত শাহও(Amit Shah)।

তারপর থেকেই একের পর এক তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের করোনা টিকা নেওয়ার খবর সামনে আসছে। মঙ্গলবার করোনার প্রতিষেধক নিলেন মক্কল নিধি মইয়ম দলের সুপ্রিমো তথা অভিনেতা কমল হাসান(Kamal Haasan)। দেশ জুড়ে টিকাকারণের দ্বিতীয় দিনে ভ্যাকসিন (Vaccine) নেন তিনি। এদিন চেন্নাইয়ের হাসপাতালে কোভ্যাক্সিন নিতে যান দক্ষিণী ফিল্মস্টার।

- Advertisement -

টিকাকারণের সময় সেই মুহূর্ত ক্যামেরা বন্দিও করা হয়। পরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেন অভিনেতা। বুধবার থেকেই তামিলনাড়ু(Tamil Nadu) বিধানসভার নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন কমল হাসান। ৭ মার্চ প্রার্থী তালিকা ঘোষণা করবেন মক্কল নিধি মইয়ম দলের সুপ্রিমো। ৬ই এপ্রিল তামিলনাড়ুতে এক দফায় বিধানসভা নির্বাচন হবে। গত সপ্তাহেই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে।

করোনার(Corona Virus) বিরুদ্ধে গত এক বছরের বেশি সময় ধরে লড়াই করছে সমগ্র বিশ্ব। মাঝে দীর্ঘ দিন জারি ছিল লকডাউন। ভারতেও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। এরই মাঝে তাক লাগিয়ে ভারতের মাটিতে তৈরি হয়েছে করোনার একাধিক ভ্যাকসিন। যা আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চেও হাতিয়ার করেছে দিল্লির সাউথ ব্লক।

করোনার মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা যোদ্ধাদের শুরুতে করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছিল। মাস খানেক ধরে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ, শিক্ষক-শিক্ষিকাদের দেওয়া হয়েছে করোনার ভ্যাকসিন।