Jeetu Nabanita: ‘নিউবর্ন বেবি’র সুখবর দিলেন অভিনেত্রী নবনীতা

0
878

পূর্বাশা দাস: ছোটপর্দার জনপ্রিয় জুটি জিতু কামাল এবং নবনীতা দাস। বেশ কয়েক বছর ধরে জিতু নবনীতার (Jeetu Nabanita) রিয়েল লাইফ জুটিও দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। বিয়ের পর চুটিয়ে সংসার করছেন তারা।

সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে ডাউনলোড করুন খাস খবর অ্যান্ড্রয়েড অ্যাপ:

- Advertisement -

সম্প্রতি দুই থেকে তিন হলেন তারা। জিতু নবনীতার পরিবারে সদস্য সংখ্যা বেড়েছে। জিতু এবং নবনীতা তাদের ‘নিউবর্ন বেবি’কে স্বাগত জানিয়েছেন। এই সেলেব কাপলের পরিবারে তাদের নিউবর্ন বেবি তাদের নতুন গাড়ি। সদ্য নিজের সোশ্যাল হ্যান্ডেলে গাড়ির ছবি শেয়ার করে সুখবর জানিয়েছেন জিতুর স্ত্রী নবনীতা।

কয়েকদিন আগে অভিনেতা জিতু কামালের নয়া ‘লুক’ ঝড় তুলেছিল নেটমাধ্যমে। পরিচালক অনীক দত্তের আগামী ছবি ‘অপরাজিত’তে অভিনয় করছেন জিতু কামাল। জিতুর যে ‘লুক’ নিয়ে এত চর্চা চারিদিকে তা ‘অপরাজিত’ ছবির।

আরও পড়ুন: জন্মের পরেই অন্য একটি পরিবারের সাথে বদলে গিয়েছিলেন Rani Mukerji

অনীক দত্তের ‘অপরাজিত’ এর আধার সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি ‘পথের পাঁচালী’। সত্যজিৎ রায়ের ছায়াতেই নির্মিত জিতু কামালের চরিত্রটি। ‘অপরাজিত’ ছবিতে জিতুর লুক দেখে চমকে উঠেছেন সকলেই। এ তো হুবহু বাঙালির মানিক, বাংলার আবেগ সত্যজিৎ রায়। জিতুর নতুন লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। প্রশংসিত হয়েছেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুন্ডুও।

এই চরিত্রে অভিনয় করার জন্য জিতু কতটা ডেডিকেশন, নিয়ম-নিষ্ঠা পালন করেছেন, কীভাবে ঘড়ির কাঁটা ধরে সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রত্যেকটা কাজ করে গিয়েছেন জিতু, কীভাবে চরিত্রের মধ্যে ডুব দিয়েছেন, কীভাবে চরিত্রটা আত্মস্থ করেছেন; সেই সব কথা তুলে ধরেছিলেন জিতুর স্ত্রী নবনীতা (Jeetu Nabanita)।