বিনোদন ডেস্ক: বলিউডে রেকর্ড ব্রেকিং সাফল্য অর্জন করেছে শাহরুখ খানের ‘কামব্যাক ছবি’ ‘পাঠান’। ইতিমধ্যেই ছবির আয় এক হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে। এখনও বড় পর্দায় চলছে ‘পাঠান’ ঝড়। বর্তমানে নিজের পরবর্তী দুটি ছবি ‘জওয়ান’ এবং ‘ডানকি’ নিয়ে ব্যস্ত শাহরুখ। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ‘জওয়ান’এর ক্লিপ।
আরও পড়ুন: তৃণমূলকে ধ্বংস করতে কোনো দলের প্রয়োজন নেই, নিজেরাই নিশ্চিহ্ন করবে, দাবি বাম নেতার
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপটিকে জওয়ান ছবিতে শাহরুখ খানের এন্ট্রি সিন বলেই মনে করা হচ্ছে। অ্যাকশন লুকে দেখা গিয়েছে অভিনেতাকে। কিং খানের নয়া লুক দেখে উচ্ছ্বসিত ভক্তমহল। অনেকেই আবার মনে করছেন পাঠানের থেকেও জওয়ান ছবিতে শাহরুখের লুক বেশি ভালো। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি।
#Jawan The Hype is Real 🔥
Watch Full Leaked Video
👇👇👇👇👇https://t.co/csQoedEYeQ pic.twitter.com/unicvEzaFY— Ron Ron (@RonRon59798321) March 11, 2023
দক্ষিণী ইন্ডাস্ট্রির বিখ্যাত পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানয়া মালহোত্রা প্রমুখ কলাকুশলীরা।
আরও পড়ুন: শর্ত পূরণ হয়নি, মোদী সরকাররে বিরুদ্ধে নতুন করে বিক্ষোভ প্রদর্শনের ঘোষণা সংযুক্ত কিষাণ মোর্চার