দোষী না হয়েও বিপাকে জ্যাকলিন ফার্নান্ডেজ, কেমন আছেন এখন অভিনেত্রী

0
85

অর্পিতা দাস: ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় গতকাল ৫ ঘন্টা ধরে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনার সঙ্গে সত্যি কি জড়িয়ে রয়েছে জ্যাকলিন?

এই আর্থিক তছরুপ মামলায় কিছুদিন আগেই অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ কে সমন পাঠিয়েছিল ইডি। গতকাল সেই কারণেই পাঁচ ঘন্টা ধরে জেরা করা হয় এই অভিনেত্রীকে। এই ঘটনার পর অনেকেরই প্রশ্ন, এই মামলার সঙ্গে কি সরাসরি যুক্ত রয়েছেন জ্যাকলিন?

সূত্রের খবর, এই মামলায় জ্যাকলিন অভিযুক্ত নন, তিনি সাক্ষী। চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের কেসেই জ্যাকলিনকে ডেকে পাঠিয়েছে ইডি। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ এক বছরে তাঁর ২০০ কোটি টাকা তুলে নিয়েছে সুকেশ চন্দ্রশেখর। তবে জানা গেছে জ্যাকলিনের প্রেমিক দক্ষিণ ভারতের একজন ব্যবসায়ী, কিছুদিন আগেই একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ছিলেন এই অভিনেত্রী এবং সেই কারণেই জিজ্ঞাসাবাদ করা হয় জ্যাকলিন ফার্নান্ডেজ কে।

তবে এই বিষয়ে কিছু দিন আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরেক অভিনেত্রী ইয়ামি গৌতম কেউ। এই দুই অভিনেত্রী দের কেউ নেই এই মামলার সঙ্গে যুক্ত নন, কিন্তু সাক্ষী হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকালের ঘটনা নিয়ে একটু বিব্রত থাকলেও এখন ভালো আছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ইয়ামি গৌতম সাইফ আলি খান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ অভিনীত ভুত পুলিশ। এছাড়াও আরও একাধিক ছবি মুক্তি পেতে চলেছে জ্যাকলিনের।

- Advertisement -