২ লাখ টাকার জামিনের পর ফের আদালতে ডাক Jacqueline Fernande-র

0
50

বিনোদন ডেস্ক: সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) ২০০ কোটি টাকার আর্থিক তছরুপ(200 crore scam) মামলায় ২ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। এদিন বৃহস্পতিবার ফের দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টের সামনে দেখা মিলল অভিনেত্রীর। জানা গিয়েছে, মামলার শুনানির জন্য সক্কাল সক্কাল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজির হন তিনি।

তবে এখনও মামালার নিষ্পত্তি হয়নি। সূত্রেখবর, মামলার শুনানি পিছিয়ে ১২ডিসেম্বর করা হয়েছে। ওইদিন ফের অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। ২০০ কোটি প্রতারণা মামলায় শুনানি চলাকালীন তদন্তকারী সংস্থা ইডি আশঙ্কা জানিয়েছিল যে জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) সহজেই দেশ ছেড়ে পালাতে পারেন কারণ তাঁর অর্থের অভাব নেই। এর পরিপ্রেক্ষিতে আদালত পাল্টা সওয়াল করে, আশঙ্কা থাকলে কেন এখনও অভিনেত্রীকে গ্রেফতার করা হয়নি? ইডির তরফে জানানো হয়, জ্যাকলিনকে দেশ ছাড়তে বাধা দেওয়ার জন্য বিমানবন্দরগুলিতে লুকআউট নোটিস জারি করা হয়েছে।

- Advertisement -

উল্লেখ, আর্থিক প্রতারণা মামলায় গত বছর সুকেশ ও তাঁর স্ত্রীকে এই মামলায় গ্রেফতার করে ইডি। তদন্তকারীদের দাবি, সুকেশের ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন জ্যাকলিন।তার থেকে বহু মূল্যের একাধিক উপহারও নেন অভিনেত্রী। শুধু তাই নয় তদন্তে উঠে আসে তাঁদের একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। সুকেশ যে বড়সড় দুর্নীতির সঙ্গে যুক্ত একথাও ভালোমত জানতেন অভিনেত্রী, সব জেনে বুঝে সুবিধা নিয়েছেন তিনি। সুকেশের গ্রেফতার হওয়ার পর সেই সব তথ্য মুছে ফেলেন জ্যাকলিন।’ প্রতারণা মামলায় জ্যাকলিনকে EOW অফিসে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ১০ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন অভিনেত্রী।