হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে এই বিশেষ কৌশল রপ্ত করছে এটিকে মোহনবাগান

0
34
ATK Mohun Bagan

সব্যসাচী ঘোষ: আগামী শনিবার হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে নামবে এটিকে মোহনবাগান। আর এই পরিস্থিতিতে লিগ শীর্ষে থাকা হায়দ্রাবাদের বিরুদ্ধে জিততে মরিয়া থাকবে সবুজ-মেরুণ ব্রিগেড। এই পরিস্থিতিতে গত সোমবার থেকে একটানা অনুশীলন সারছে এটিকে মোহনবাগান।

তবে সমর্থক ও মিডিয়ার নজর এড়াতে ক্লোজড ডোর অনুশীলন করছে এটিকে মোহনবাগান। কোচ জুয়ান ফেরান্ডো মূলত চাইছেন না তাঁর গোপন স্ট্র্যাটেজি ফাঁস হোক বাইরে। তবে অনুশীলনে ঠিক কি করতে চাইছেন ফেরান্ডো। মূলত তিনি ডিফেন্স, মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে বোঝাপড়া তৈরি করার উপর বিশেষ জোর দিচ্ছেন। গত এফসি গোয়া ম্যাচে এই বোঝাপড়ার অভাব স্পষ্ট বোঝা যাচ্ছিল, যার সুযোগ নিয়ে তিন গোল করে গোয়া।

- Advertisement -

আরও পড়ুন: ৫ বার বিশ্বকাপ জিতেছে ব্রাজিল, কিন্তু নেইমারের জার্সিতে ৬টি তারকা কেন

এদিকে বোঝাপড়ার অভাব মেটানোর পাশাপাশি গোল করার বিষয়েও জোর দিচ্ছেন ফেরান্ডো। দিমিত্রি পেত্রাতোস, লিস্টন কোলাসো ও মনবীর সিংদের নিয়ে আলাদা অনুশীলন করছেন ফেরান্ডো। ফলে গোল করার বিষয়ে বাড়তি জোর দিচ্ছে এটিকে মোহনবাগান।