একই দিনে মুক্তি, ‘বেলা শুরু’র সাথে জোরদার টক্কর পীযুষ সাহা’র ‘জালবন্দী’

0
115

বিনোদন ডেস্ক : পরিচালক পীযুষ সাহার হাত ধরে সমরেশ মজুমদারের জালবন্দী এবার বড় পর্দায়। গত বছরের শেষের দিকেই ছবির কথা প্রথম প্রকাশ্যে আনেন পরিচালক। এছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে পরিচালক পীযুষ সাহার একমাত্র ছেলে প্রিন্সকে। বাবার হাত ধরেই এই প্রথম টলিউডে অভিষেক করতে চলেছে প্রিন্স। এছবিতে প্রিন্স’এর বিপরীতে দেখা যাবে টলি ডিভা দর্শনাকে। এদিন মঙ্গলবার প্রকাশ্যে এল ছবি মুক্তি তারিখ।

কর্পোরেট যুগের জীবনে ওষ্ঠাগত এক মধ্যবিত্ত ঘরের যুবকের কাহিনি এ গল্প। হঠাৎ বাবার মৃত্যুর পর সম্পূর্ণ পৃথিবীটা পাল্টে যাওয়া, সংসারের অভাব এবং নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার সংগ্রাম সমস্ত টাই দেখানো হবে ‘জালবন্দী’র পর্দায়। এক প্রাইভেট ইন্সিউরেন্স কোম্পানির এজেন্ট অনীশ, কোম্পানির টার্গেট পূরণ করে চাকরি বাঁচিয়ে রাখতে তাঁকে বিসর্জন দিতে হয় জীবনের মূল্যবান সময়কে। টিকে থাকার সংগ্রাম করতে গিয়ে পরিস্থিতির জালে বারবার আটকে পরতে হয় অনীশকে। তাহলে কি পরিস্থিতি বদলে দেবে সরল-সাদাসিধে অনীশ’কে ? এখন দেখার এটাই।

- Advertisement -

‘জালবন্দী’ অবলম্বনে হলেও পরিচালক চিত্রনাট্যের প্রয়োজনে নিজের মতো করে সাজিয়েছেন গল্প।
আগামী ২০শে মে বড় পর্দায় মুক্তি পাবে ‘জালবন্দী’। এছবিতে প্রিন্স দর্শনা ছাড়াও দেখা মিলবে, পায়েল সরকার, খরাজ মুখোপাধ্যায়, জুন মালিয়া, দীপঙ্কর দে, পুষ্পিতা মুখোপাধ্যায় এবং রণজয় বিষ্ণু’র মত তারকাদের।