সুশান্তের অপমান ভোলার নয়, সোশ্যাল মিডিয়ায় #BoycottJersey ট্রেন্ড করল ভক্তরা

0
67

বিনোদন ডেস্ক: নানা বাধা পেরিয়ে অবশেষে শুক্রবার বড় পর্দায় রিলিজ করেছে শাহিদ কাপুর এবং ম্রুনাল ঠাকুর অভিনীত সিনেমা ‘জার্সি’। সবেমাত্র দর্শকদের প্রশংসা পেতে শুরু করেছে এই ছবি। এরই মধ্যে নেটিজেনদের একাংশের অপছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে ‘জার্সি’। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #BoycottJersey। যার পিছনে কারণ প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

আরও পড়ুন: জাহাঙ্গীরপুরীতে তৃণমূলের প্রতিনিধি দলকে বাধা, পুলিশের সঙ্গে তর্কাতর্কি

- Advertisement -

সুশান্তের মৃত্যুর পর আইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের একটি ক্লিপ ভাইরাল হয়। যেখানে প্রয়াত অভিনেতাকে বলিউডের অন্য কয়কেজন অভিনেতারা মিলে অপমান করে। এই ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষুব্ধ হয়ে ওঠে সুশান্ত ভক্তরা। নেটিজেনদের দাবি, ওই অনুষ্ঠানে যারা সুশান্তকে অপমান করেছিলেন তাঁদের একজন ছিলেন শাহিদ। তাই অবিলম্বে তাঁর ছবি বয়কট করতে হবে।

আরও পড়ুন: Newborn Baby: সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

তেলেগু ছবি ‘জার্সি’-র রিমেক শাহিদের এই নতুন ছবি। গত বছরের শেষদিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও নানা কারণে পিছিয়ে যায়। ট্রেলার রিলিজের পর থেকেই শাহিদের অনুরাগীরা জার্সি মুক্তির অপেক্ষায় ছিল। অভিনেতা থেকে ছবির পরিচালক নিজেরাই জানিয়েছিলেন, কবির সিংয়ের পর জার্সি হবে শাহিদের কেরিয়ারের অন্যতম সেরা ছবি। তবে নতুন এই বিতর্কের মাঝে ছবিটি কি ফল করে সেটিই দেখার।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ে নিজের ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ। অনুমান, আত্মহত্যা করেছেন অভিনেতা। তাঁর মৃত্যু গোটা বলিউডকে কাঁপিয়ে দিয়েছিল। এমন কিছু তথ্য সামনে এসেছিল যার জেরে নেটিজেনরা ‘নেপোটিজম’ নিয়ে সরব হয়ে ‘বয়কট বলিউড’-এর আওয়াজ তুলেছিলেন। সেই রেশ এখনও যে কমেনি তা ফের একবার স্পষ্ট।