বিছানার চাদরে রক্ত, পঞ্চম বিয়ে ভাঙনের মাঝে কিসের ইঙ্গিত দিলেন Pori Moni 

0
244

বিনোদন ডেস্ক: বছরের শেষদিনে পঞ্চম স্বামীয় সঙ্গে বিয়ে ভাঙার ঘোষণা করেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরিমণি। কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই এক চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। বিছানার চাদরে রক্তের ছিটে। কিসের ইঙ্গিত দিলেন পরিমণি, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: পঞ্চম বিচ্ছেদের সিদ্ধান্তে Pori moni’কে সমর্থন তসলিমা’র

- Advertisement -

শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় সম্পর্ক বিচ্ছেদের কথা জানিয়ে ঢালিউড‌ অভিনেত্রী লেখেন, “হ্যাপি থার্টি ফার্স্ট এভারিওয়ান! আমি আজ রাজ’কে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকাতা জরুরী আর কিছুই নেই।”

এরপর নতুন বছরের প্রথম দিনে রক্ত ছিটানো বিছানার চাদরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিমণি। ক্যাপশনে লেখেন, “হ্যাপি নিউ ইয়ার!” এই পোস্টে আগামিকাল সাংবাদিক সম্মেলন করার কথাও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: Porimoni: “মুক্ত করলাম রাজ’কে”, পঞ্চম স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা নায়িকার

ঘোষণার পরই সদ্যোজাত সন্তান‌ রাজ্যকে নিয়ে পঞ্চম স্বামীর বাড়ি ছেড়েছেন পরিমণি। এরমধ্যেই চাদরে রক্তের দাগ নানা‌ জল্পনার জন্ম দিচ্ছে।

কয়েক মাসের প্রেমের সম্পর্কের পরই ২০২২-এর শুরুতে শরিফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরিমণি। কয়েকদিন আগেও শরিফুল রাজের পরকীয়া নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। তাঁর অভিযোগ ছিল,  রাজ বাংলাদেশের প্রথম সারির নায়িকা বিদ্যা সিন্‌হা মিমের সঙ্গে গোপনে প্রেম করছেন। সেই নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছিলেন মিমও। তিনি বলেছিলেন, “কখনই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি যা আমার পথচলাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, এখন যে বা যারা কোনও ধরণের প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাঁদের প্রতি নিন্দা জানানোর ভাষা জানা নেই। তবে এসবের বাড়াবাড়ি হলে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করব।”