Shraddha-Ranbir জুটির প্রথম কাজ, স্বামীর পরবর্তী ছবির কি নাম দিলেন Alia Bhatt

0
68

বিনোদন ডেস্ক: বহুদিন ধরেই চর্চায় রয়েছে শ্রদ্ধা কাপুর এবং রণবীর কাপুরের পরবর্তী ছবি। লাভ রঞ্জনের এই ছবির নাম জানা না গেলেও ফাঁস হয়েছে শুটিংয়ের বেশ কিছু মুহূর্ত। অবশেষে প্রকাশ্যে এল প্রথম পোস্টার। কি নাম হতে পারে? শ্রদ্ধার প্রশ্নের অনুমান করলেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)।

- Advertisement -

মঙ্গলবার নিজের ছবির পোস্টার শেয়ার করেছেন শ্রদ্ধা কাপুর। সেখানে লেখা রয়েছে ‘Shraddha Ranbir TJMM – A Luv Ranjan film. Title releasing tomorrow.’ ক্যাপশনে লিখেছেন, ‘ছবির নাম হল… অনুমান করুন…’। শ্রদ্ধার পোস্টটি নিজের স্টোরিতে শেয়ার করে আলিয়া ভট্ট ছবির নাম দিয়েছেন ‘tingle jingle mingle mingle?’। তবে বহু প্রতীক্ষিত এই ছবির নাম কি তা জানা যাবে আগামিকাল।

 

২০১৮ সালে Sanju-র পর চারবছর কোনও ছবি মুক্তি পায়নি রণবীরের। চলতি বছর ‘শামশেরা’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। ‘শামশেরা’ সাফল্যের মুখ না দেখলেও স্ত্রী আলিয়া ভট্টের সঙ্গে অভিনীত প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’ ২০২২ এর অন্যতম সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে। কয়েকদিন আগেই রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রণবীর বলেছিলেন, ‘আমার বয়স হচ্ছে। লাভ রঞ্জনের আগামী ছবিই হয়তো আমার শেষ রোম্যান্টিক ছবি হতে পারে।’ তবে ‘রোম্যান্টিক হিরো’ অবতারে প্রিয় নায়ককে দেখার জন্য ছবি মুক্তির অপেক্ষায় অনুরাগীরা।