আলিয়ার বিরুদ্ধে FIR দায়ের করলেন Nawazuddin Siddiqui’র মা

0
65

বিনোদন ডেস্ক: বলিউডে ফের অশান্তির ছায়া! পুত্রবধূর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) মা মেহরুনিসা সিদ্দিকি।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নওয়াজউদ্দিন, তাঁর মা এবং স্ত্রী আলিয়া আলিয়াস যায়নাবের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল। মুম্বইয়ের ভারসোভা থানায় ৪৫২, ৩২৩, ৫০৪, ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে। অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য অভিনেতার স্ত্রীকে থানায় ডেকে পাঠানো হয়েছে বলে খবর।

- Advertisement -

আরও পড়ুন: তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ দলীয় কর্মী-সমর্থকদের

বলিউড রিপোর্ট অনুযায়ী, নওয়াজউদ্দিন সিদ্দিকির (Nawazuddin Siddiqui) দ্বিতীয় পক্ষের স্ত্রী আলিয়া। এক দশক আগে অঞ্জনা কিশোর পাণ্ডে ওরফে আলিয়া আলিয়াস যায়নাবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেতা। তাঁদের একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে।

সূত্রে খবর, ২০২০ সালে বিবাহ-বিচ্ছেদের দাবিতে নওয়াজউদ্দিনকে আইনি নোটিস পাঠিয়েছিলেন আলিয়া। অভিনেতা স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। এমনকি তিনি দাবি করেছিলেন নওয়াজউদ্দিন কখনও তাঁর গায়ে হাত না তুললেও তাঁর ভাসুর শমস সিদ্দিকি মারধর করতেন।

সূত্রে খবর, ২০২০ সালে বিবাহ-বিচ্ছেদের দাবিতে নওয়াজউদ্দিনকে (Nawazuddin Siddiqui) আইনি নোটিস পাঠিয়েছিলেন আলিয়া। অভিনেতা স্বামীর বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তিনি। এমনকি তিনি দাবি করেছিলেন নওয়াজউদ্দিন কখনও তাঁর গায়ে হাত না তুললেও তাঁর ভাসুর শমস সিদ্দিকি মারধর করতেন।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তেজনা, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৩

২০২১ সালে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন যায়নাব। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “নওয়াজ তাঁর সন্তানের দিকে নজর দিতে পারতেন না। কিন্তু এখন আমি তাঁকে দেখে সত্যিই খুব অবাক হচ্ছি। আমি এবং নওয়াজ দুজনেই আমাদের মাঝের সমস্যাগুলি মিটিয়ে সমাধান বের করার চেষ্টা করব।” নিজের ব্যক্তিগত জীবন বেশী কথা না বলে অভিনেতা জানিয়েছিলেন, “যাই ঘটে থাকুক সে আমার সন্তানদের মা এবং আমরা দুজনে প্রায় এক দশক একসঙ্গে কাটিয়েছি। সবসময় তাঁর পাশে থাকব।”