এবার ভুয়ো নিয়োগ চক্রের হদিশ খড়গপুর আইআইটিতে

0
55
howrah child sell arrest

খড়গপুর ও কলকাতা: চারিদিকে বেকারের ছড়াছড়ি৷ এহেন আবহে মাত্র ৩ লক্ষ টাকা দিলেই মিলবে মাসিক ১৭ হাজার টাকার স্থায়ী চাকরি৷ এক বছর পর সেই বেতন বেড়ে হবে ২৪ হাজার৷ এভাবেই ধাপে ধাপে বাড়বে বেতন৷ কারণ, অন্য কোথাও নয় ৩ লক্ষ টাকার বিনিময়ে সিকিউরিটি গার্ডের চাকরি মিলবে দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান খড়গপুর আইআইটিতে (Kharagpur IIT)!

এমন লোভনীয় অফারকে হাতছাড়া করতে চাননি ওরা৷ অগ্রিম হিসেবে দিয়ে দিয়েছিলেন নগদ কিছু টাকাও৷ কথা ছিল, বাকি টাকা দিতে হবে জয়েনিংয়ের সময়৷ কিন্তু সে গুড়ে বালি! নিয়োগের আগেই চাকরি প্রার্থী ওই যুবকেরা জানতে পারলেন, প্রতারকের পাল্লায় পড়েছেন৷ ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে চার অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ৷ চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

- Advertisement -

পুলিশ সূত্রের খবর, প্রতারকদের খপ্পরে পড়েছেন আলিপুরদয়ারের তিন জন এবং মালদহের এক ব্যক্তি৷ প্রতারকদের কথা মতো কিছু টাকা দেওয়ার পর তাদের হাতে তুলে দেওয়া হয় চাকরির নিয়োগপত্র৷ বাকি টাকা জয়েনিংয়ের সময় দেওয়ার কথা ছিল৷ নিয়োগপত্র হাতে নিয়ে তারা খড়গপুরেও পৌঁছে যান৷ সেখানেই নিয়োগপত্র দেখে তাদের সন্দেহ লাগে৷ হোটেলে দালালেরা বাকি টাকার জন্য এলে তারা পাল্টা বলে, আমরা চাকরি করব না৷ আমাদের টাকা ফেরৎ দিন৷ গোলমাল চলাকালীন পুলিশকে খবর দেওয়া হয়৷ এরপরই পুলিশ এসে খোঁজখবর নিয়ে জানতে পারে, পুরোটাই ভুয়ো৷ এরকম কোনও নিয়োগের খবরই নেই৷ সূত্রের খবর, ঘটনায় চার দালালকে গ্রেফতার করেছে পুলিশ৷ আজ তাদের আদালতে তোলা হবে৷ চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত, খড়গপুর আইআইটির (Kharagpur IIT) নাম কিভাবে জড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

আরও পড়ুন: আন্দোলন করে পড়াশোনাও করা যায়, দেখাল জেএনইউ, যাদবপুর