SSC নিয়োগ কেলেঙ্কারি, ফের শিক্ষা দফতরে সিবিআইয়ের হানা

0
28
OMR SHEET OF cbi

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ পুনরায় সল্টলেকে আচার্য সদনে এলেন ৮ সদস্যের সিবিআই প্রতিনিধি দল। এদিন বিকেলে আচমকাই তাঁরা আচার্য সদনের সার্ভার রুম, কম্পিউটার রুম তদন্ত করে দেখছে৷ সূত্রের খবর, সেখানে থাকা প্রতিটি হার্ড ডিস্ক খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ তদন্তকারীদের সঙ্গে রয়েছে সিবিআইয়ের ডাটা রিকভারি টিমও৷ এর আগে গত ৭ জুলাই সিবিআইয়ের টিম ছ’টি ভাগে ভাগ হয়ে অভিযানে নেমেছিল৷

প্রসঙ্গত, এদিনই বেলা সাড়ে ১১টা নাগাদ নিজাম প্যালেসে জেরা করা হয় রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে৷ সূত্রের খবর, তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল এসএসসির উপদেষ্টা কমিটি কার নির্দেশে গঠন করা হয়েছিল৷ কে এই কমিটি নিয়ন্ত্রণ করতেন৷ পুরো জেরা পর্বের ভিডিও গ্রাফিও করা হয়৷ জেরা শেষের পরই এবার অফিসে গোয়েন্দাদের হানা দেওয়ার ঘটনাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷ দুটি ঘটনা নিছকই কাকতালীয় নাকি এর মধ্যে কোনও যোগসূত্র রয়েছে তা নিয়েও শুরু হয়েছে চর্চ্চা৷

- Advertisement -

বস্তুত, ইতিমধ্যেই সামনে এসেছে রাজ্যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক কেলেঙ্কারির ঘটনা৷ গোয়েন্দাদের মতে, ওই কেলেঙ্কারির মূলে রয়েছে এই উপদেষ্টা কমিটি৷ কার নির্দেশে কেন এই কমিটি গঠন, সেটাই পুঙ্খানুপুঙ্খভাবে জানার চেষ্টা করছেন গোয়েন্দারা৷ ইতিমধ্যে এই সংক্রান্ত একাধিক নথিও এসেছে গোয়েন্দাদের হাতে৷ এবার সার্ভার রুমে হানা দিয়ে এই সংক্রান্ত আরও নথি পেতে চাইছেন গোয়েন্দারা, এমনটাই মনে করা হচ্ছে?

ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে সামনে এসেছে ভুরি ভুরি অভিযোগ৷ মন্ত্রী থেকে সচিব, পর্যায়ক্রমে জেরা করা হয়েছে৷ জেরা করা হয়েছে উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তি প্রসাদ সিংহকেও। চাকরি খুইয়েছেন মন্ত্রী কন্যা অঙ্কিতা অধিকারী৷ এক গোয়েন্দা কর্তার কথায়, ‘‘তদন্ত প্রক্রিয়া সবে শুরু হয়েছে৷ এখনও বহু তথ্য অজানা৷ সেগুলো উদ্ধার করতে পারলেই আসল রহস্য উদঘাটন হবে৷’’

আরও পড়ুন: বিডিও অফিসে দালালচক্র, হাতে নাতে ধরলেন স্বয়ং মহিলা বিডিও