ক্রেতা থেকে বিক্রেতা মাস্ক ছাড়াই দেদার চলছে কেনাবেচা

0
103

কলকাতা: রাজ্যে দিন দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। রবিবারের সকাল থেকে নিউটাউনের নারায়নপুর বাজার, গাতি লালপোল বাজারে ধরা পড়ল অনিয়মের ছবি। সামাজিক দূরত্ব তো মানা হচ্ছেই না। কারও মুখে নেই মাস্ক৷ ক্রেতা থেকে বিক্রেতা মাস্ক ছাড়াই দেদার চলছে কেনাবেচা।

আরও পড়ুন: ফিকে হচ্ছে আবেগ, ভোগ সর্বস্ব বাঙালি আরও আত্মকেন্দ্রিক

- Advertisement -

কারও মাস্ক থুতনিতে তো কারও মাস্ক গলায় ঝুলছে৷ ক্যামেরা দেখে মাস্ক পড়ে নিলেন ক্রেতা থেকে বিক্রেতারা। একই ছবি নারায়নপুর বাজার এলাকায়। প্রতিদিনের মতো আজও মাইকিং করতে দেখা যায় নারায়নপুর থানার পুলিশকে। তারপরও কোভিড বিধি মানা হচ্ছে না নারায়ণপুর এলাকার বিভিন্ন বাজারগুলোতে। নারায়নপুর মোড় থেকে মাস্ক না পড়ার অপরাধে ৫ জনকে আটক করে নারায়ণপুর থানার পুলিশ৷

প্রসঙ্গত শুধু নিউটাউনের নারায়নপুর বাজার, গাতি লালপোল বাজার নয় কলকাতার অন্যত্র থেকে শুরু করে জেলা সর্বত্রই উঠে আসছে বেনিয়মের ছবি৷ অথচ করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করেছেন । সকাল ৭ টা থেকে ১০ টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবজিসহ বিভিন্ন দোকান খোলা রাখার কথা কিন্তু দুপুর বারোটার পরও বহু এলাকায় দেখা যাচ্ছে দোকান খোলা। অনেকের মুখেই নেই মাস্ক । জিজ্ঞেস করতে একাধিক অজুহাত। পুলিশের বক্তব্য, ভালবাসা দিয়ে যখন হচ্ছে না, তখন গ্রেফতার, জড়িমানার পথে হাঁটা ছাড়া বিকল্প কোনও উপায় নেই৷