ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার পথে বামেরা

0
88

খাস খবর ডেস্ক: ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার লাগাতার পথে নামার সিদ্ধান্ত নিল সিপিআই(এম)৷ সোমবারই তাঁরা হানা দিয়েছিল স্বাস্থ্য ভবনে৷ একই ইস্যুতে মঙ্গলবার কলকাতার ইকোপার্ক থানা ও নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ করলেন তাঁরা৷ জেলায় জেলায়ও এদিন বিক্ষোভ অবস্থান করেন সিপিআইএমের নেতা, কর্মীরা৷

আরও পড়ুন: প্রশাসনের নাকের ডগায় চুরি হয়ে যাচ্ছে আস্ত নদী

- Advertisement -

সিপিএমের অভিযোগ, বিভিন্ন নেতা-মন্ত্রীর সাহায্য নিয়ে একজন ভুয়ো আইএএস অফিসার গোটা রাজ্যের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে৷ ফলে এই কাণ্ডের সঙ্গে শুধু একা দেবাঞ্জন নয়, অনেক রাঘব বোয়াল জড়িত রয়েছে৷ তাই সঠিক তদন্ত এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাতে সোমবার যাওয়া হয়েছিল স্বাস্থ্য ভবনে৷ সেখানে আন্দোলনকারীদের শারীরিকভাবে নিগ্রহ করার পাশাপাশি পুলিশ মিথ্যে মামলা সাজিয়েছে৷

আরও পড়ুন: ভর্তুকি না পেলে রাস্তায় নামবে না বাস, হুঁশিয়ারি মালিকদের

এরই প্রতিবাদে এদিন ইকোপার্ক থানা ও নিউটাউন থানার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন সিপিএমের নেতা, কর্মীরা৷ একই দাবিতে আগামীকাল বুধবারও থানার সামনে তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা৷

আরও পড়ুন: প্রীতিভোজের টাকায় বৌভাতে রক্তদান শিবিরের আয়োজন করলেন ‘গরিবে’র বিধায়ক

এদিন পানিহাটি পুরসভা এলাকায় ভ্যাকসিনে দুর্নীতির অভিযোগে এদিন বামফ্রন্টের তরফে পুরসভার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷ আন্দোলনকারীদের অভিযোগ, পানিহাটিতে জন সংখ্যার নিরিখে অনেক কম ভ্যাকসিন দেওয়া হয়েছে৷ বামফ্রন্টের পক্ষ থেকে অনির্বাণ ভট্টাচার্য জানান, ভ্যাকসিন নিয়ে পানিহাটি পৌরসভা জুড়ে যে দুর্নীতি চলছে তার প্রতিবাদে সর্বদলীয় বৈঠক করার জন্য পৌর প্রশাসকের কাছে দাবি জানানো হয়েছে। যদিও অভিযোগ উড়িয়ে পৌর প্রশাসক মলয় রায় জানান, ‘‘মানুষের ধৈর্যের চ্যুতির ফলে সমস্যা হচ্ছে। পানিহাটিতে ভ্যাকসিন সংক্রান্ত কোনও দুর্নীতি নেই।’’