কোভিড নিয়ে প্রশান্ত কিশোরের টুইটকে ঘিরে জল্পনা তুঙ্গে

0
220

কলকাতা: করোনা মোকাবিলায় কেন্দ্রের বিরুদ্ধে এবার তোপ দাগলেন তৃণমূলের কপোর্রেট ভোট ম্যানেজার প্রশান্ত কিশোর৷ তাঁর অভিযোগ, করোনা মোকাবিলায় দেশবাসীর মনোবল বৃদ্ধির পরিবর্তে লাগাতার মিথ্যাচার ও আত্মপ্রচারের চেষ্টা করছে বিজেপির সরকার৷

আরও পড়ুন: বাজারে মিলছে না করোনার বিশেষ ওষুধ

- Advertisement -

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নামোল্লেখ না করে তৃণমূলের বাংলা জয়ের কারিগর প্রশান্ত কিশোর টুইটে লিখেছেন, সমগ্র দেশ যখন শোকস্তব্ধ, চর্তুদিকে যখন স্বজন হারানোর আর্তনাদ ঠিক তখন দেশবাসীর মনোবল বৃদ্ধির পরিবর্তে মিথ্যাচার ও আত্মপ্রচারের চেষ্টা চলছে৷’ পরের লাইনেই কার্যত বোমা ফাটিয়েছেন তিনি, ‘‘সরকারের অন্ধ প্রচারক না হলেও চলবে আমাদের৷’’

প্রসঙ্গত, বুধবার সারাদেশে রেকর্ড পরিমাণ মানুষের মৃত্যু হয়েছে৷ সংখ্যাটা ৪ হাজার ২০৫ জন৷ এবিষয়ে কোনও মন্তব্য করার পরিবর্তে প্রশান্ত কিশোরে ওই টুইটের কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইটে দেশে পরীক্ষা বাড়ানোয় সরকারের সাফল্য তুলে ধরেন৷ তারপরই পিকে-র এহেন টুইট নাম না করে তাঁরই তীব্র সমালোচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা

একুশের বঙ্গ ভোটের তৃণমূলের কপোর্রেট ভোট ম্যানেজার ছিলেন পিকে৷ ফল ঘোষণার পর দেখা যায়, ২১৩টি আসন নিয়ে ফের তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলকে জেতানোর পর প্রশান্ত কিশোর জানিয়ে দেন, আগামীদিনে তিনি আর ভোট কুশলী হিসেবে কোনও দলের কাজ করবেন না৷ তখন থেকে কার্যত প্রচারের আলোর বাইরেই ছিলেন পিকে৷ স্বভাবতই, করোনা আবহকে টেনে কেন্দ্রের সরকারের ব্যর্থতাকে সামনে এনে টুইটকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নয়া গুঞ্জন৷

কারণ, চলতি বছর থেকেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহের প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন তিনি। তাই এখন থেকেই অমরেন্দ্রকে জেতানোর সুর প্রশান্ত কিশোর বাঁধতে শুরু করলেন নাকি এর পিছনে অন্য কোনও ইঙ্গিত রয়েছে তানিয়েও জল্পনা চলছে৷ কারণ, বাংলা জয়ের ‘গুরু দক্ষিণা’ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পিকে-কে লোকসভায় সাংসদ করে পাঠাবেন বলেও দলের একটি সূত্রের খবর৷ যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি পিকে-র৷