বৈষ্ণবতীর্থ নবদ্বীপে কবিপ্রণামের আয়োজন জুম্মা মসজিদের

0
233

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: আজ ২৫শে বৈশাখ৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিন৷ সেই উপলক্ষ্যে বৈষ্ণবতীর্থ নবদ্বীপের এক মসজিদে পালিত হল বিশ্বকবির জন্মজয়ন্তী অনুষ্ঠান৷ সামাজিক দূরত্ব বজায় রেখে নবদ্বীপের তেঘরিপাড়া জুম্মা মসজিদে পক্ষ থেকে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানো হয়।

এদিন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কবিগুরুকে মালা পড়িয়ে শ্রদ্ধা জানান৷ কবিগুরুকে মাল্যদান করেন তেঘড়িপাড়া জুম্মা মসজিদ কমিটির সম্পাদক সালাম শেখ এবং মসজিদের মৌলানা মহম্মদ দাইমুল হক এবং কাউন্সিলর বিজন দেবনাথ,লালু মোদক,রাজীব শেখ,শফিক শেখ,লাল্টু শেখ প্রমুখ।

- Advertisement -

অন্যদিকে নবদ্বীপে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারের বাইরে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন শিল্পী, কবি ও ছাত্রেরা। কোয়ারেন্টাইনে থাকা মানুষেরা দূর থেকে দেখলেন কবিপ্রণাম অনুষ্ঠান৷ করোনা আবহে পালিত হল কবিগুরুর জন্মজয়ন্তী৷ ফলে প্রতিবারের মতো সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন এবার করা হয়নি৷
মারণ ভাইরাসের মোকাবিলায় ডাকা লকডাউনে মানুষ এখন গৃহবন্দি৷

এই মারণ রোগ থেকে বাঁচতে সরকারিভাবে বিভিন্ন সাবধানতা অবলম্বন করা হয়েছে। কর্মসূত্রে যারা বাড়ির বাইরে থাকেন বা বিভিন্ন কারণে বাইরে থেকে এসেছেন তাদেরকে ১৪ দিনের জন্য রাখা হয়েছে সরকারি কোয়ারেন্টাইনে৷ নদিয়ার নবদ্বীপ যুব আবাস এখন কোয়ারেন্টাই সেন্টার৷ ৪৫ জন মানুষ আছেন সেখানে৷

এদিকে আজ ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই দিনটিতে দূরত্ব বজায় রেখে তাদের পাশে থাকতে গেটের বাইরে রবীন্দ্রজয়ন্তী পালন করলেন শিক্ষক চন্ডী প্রসাদ বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সংগীত নিয়ে গবেষণারত ছাত্র সায়ক দাস, পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত কর্মী তাপস খান এবং নবদ্বীপ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস ঘোষ।