চাঞ্চল্যকর খবর, করোনায় মৃত্যু ১০ লাখ ছাড়াল এই দেশে

0
49

খাস খবর ডেস্ক: করোনা ভাইরাসে রেকর্ড সংখ্যক মৃত্যুর মুখোমুখি মার্কিন যুক্তরাষ্ট্র। দুই বছর আগে অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত দেশটিতে ১০ লাখ মানুষের মৃত্যু ঘটেছে। যা জানা যাচ্ছে বিবিসির একটি প্রতিবেদনে।

আরও পড়ুন: অবসান ঘটেছে করোনা মহামারীর, প্রভূত পরিমাণ লোক নিয়োগ করবে এই সংস্থা

- Advertisement -

খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/

এই প্রতিবেদন অনুযায়ী, ৩২৭ জন মার্কিন নাগরিকের মধ্যে প্রায় ১ জনের মৃত্যু ঘটছে করোনায়। যা সান ফ্রান্সিসকো এবং সিয়াটলের জনসংখ্যার থেকে বেশি। সরকারি তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী করোনায় এখনও পর্যন্ত ৬৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১০ লাখ মানুষ যদি এক যুক্তরাষ্ট্রেই মারা গিয়ে থাকেন, তবে তা সত্যিই চিন্তার কথা।

যদিও এই মুহূর্তে দেশটিতে করোনার ভয় সেই অর্থে নেই বললেই চলে। ২০২০ সালে আগমন ঘটেছিল করোনার। একই বছরেরই জুনে করোনায় মৃত্যুর সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে নিহত দেশটির সেনার সংখ্যাকে ছাপিয়ে যায়। ঠিক পরের বছর আবার ভেঙে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত মার্কিনি সেনার রেকর্ড। আর এবারে করোনায় সবথেকে বেশি মৃত্যুর রেকর্ডটিও গড়ে ফেলল স্ট্যাচু অব লিবার্টির দেশ।