রাজ্যে Omicron য়ের কালো ছায়া, ফের স্কুল-কলেজ বন্ধের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

0
81

খাস খবর ডেস্ক: ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে রাজ্যে। এই মুহূর্তে রাজ্যে মোট ১১ জনের শরীরে শনাক্ত করা গিয়েছে কোভিডের নয়া স্ট্রেইনটি। তাহলে কী ফের একবার লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য?

আরও পড়ুন: গত ২৪ ঘন্টায় দেশে সার্বিক ওমিক্রন আক্রান্তের সংখ্যা প্রায় ৮০০

- Advertisement -

সেইরকমই ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে দক্ষিণ ২৪ পরগণার প্রসাশনিক বৈঠকে রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে বলেন, যদি কোভিড আক্রান্তের সংখ্যা এভাবেই বাড়তে থাকে। তাহলে ফের বন্ধ হতে পারে স্কুল।

ডেল্টার তুলনায় তিনগুণ দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই নয়া কোভিড ভ্যারিয়েন্ট। সব মাথায় রেখেই মুখ্যমন্ত্রী এদিন বলেন, “করোনা তৃতীয় ঢেউ চলে এসেছে। স্কুলে যদি আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, তাহলে পুনরায় স্কুল বন্ধ করার কথা ভাবনাচিন্তা করা হবে। একই সিদ্ধান্ত নেওয়া হতে পারে কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানেও।”

আরও পড়ুন: Covid য়ের বিরুদ্ধে চূড়ান্ত সাফল্য, একদিনে মোট ৩টি ওষুধকে স্বীকৃতি কেন্দ্রের

পাশাপাশি আগের মত কনটেনমেন্ট জোন‌ তৈরী করারও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। তবে অবশ্যই তা পরিস্থিতি বুঝে। সেক্ষেত্রে আবার ‘ওয়ার্ক ফ্রম হোমে’র লাইফে ফিরে যাওয়া? প্রয়োজনে অফিস কাছারি বন্ধ করতে হবে বৈকী। এমনটাই জানিয়ে রাখলেন মমতা।