ত্রাণ বিলি করতে গিয়ে পুলিশের হেনস্থার শিকার বিজেপি সাংসদ

0
190

ব্যারাকপুর: প্রতিটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা করোনা যুদ্ধে সামিল হয়েছে৷ নিজেদের এলাকা বা আশেপাশের এলাকাগুলিতে ত্রাণ সামগ্রী বিলি করছেন তাঁরা৷ এই রকমই বৃহস্পতিবার ত্রাণ দিতে যাওয়ার পথে পুলিশের হেনস্থার মুখে পড়তে হয় ভাটপাড়ার বিজেপি সাংসদ অর্জুন সিংকে৷

বিষয়টি অর্জুন বাবু টুইট করে জানান৷ গরিব-দুঃস্থদের মধ্যে খাবার বিলি করতে যাচ্ছিলেন তিনি৷ সেই সময় মাঝ রাস্তায় পুলিশ তাঁর গাড়ি আটকে দেয়৷ তাঁর গাড়ি কেন আটকানো হয়েছে পুলিশকে প্রশ্ন করতেই তর্কে জড়িয়ে পড়েন তিনি৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়৷

- Advertisement -

জানা গিয়েছে, পুলিশকে অর্জুন বাবু প্রশ্ন করেন কেন তাঁরা গাড়ি দাঁড় করিয়েছেন? উত্তরে পুলিশ তাঁকে জানায় লকডাউন চলছে৷ পুলিশ আরও জানায়, এই সময় কেন্দ্র ও রাজ্য সরকারের থেকে নির্দেশ আছে বাড়ির বাইরে রেরোনো যাবে না৷ পুলিশের উত্তরে তিনি জানান, অন্যান্য গাড়ি তো চলছে৷

তিনি আরও বলেন, এই নিয়ম কি শুধু আমার গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য নাকি? পুলিশের পক্ষ থেকে সাংসদকে জানানো হয়, ওতো কিছু তাঁরা জানেন না৷ বাইরে না বেরোনোর নির্দেশিকা মুখ্যসচিবের পক্ষ থেকে দিয়েছে৷ তখনই অর্জুন বাবু পাল্টা সেই নির্দেশিকা দেখতে চান৷ পুলিশ তা দেখাতে না পারলে দুই পক্ষের মধ্যে বচসা বাধে৷ সাংসদের দাবি, তাঁকে পুলিশ হেনস্থা করেছে৷