৫ মে থেকে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন রাজ্যবাসী, ঘোষণা মমতার

ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্রের সঙ্গে টানাপড়েনের মধ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

0
210

খাসখবর ডেস্ক: ভ্যাকসিনের দাম নিয়ে কেন্দ্রের সঙ্গে টানাপড়েনের মধ্যে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানালেন, আগামী ৫ মে থেকে রাজ্যে সবাই বিনামূল্যে করোনার টিকা পাবেন৷ বর্তমানে সরকারি কেন্দ্রগুলি থেকে মানুষ বিনামূল্যে টিকা পাচ্ছেন৷ কিন্তু বেসরকারি হাসপাতাল বা কেন্দ্র থেকে দাম দিয়েই ডোজ নিচ্ছেন মানুষ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা পর রাজ্যে সবাই যে কোনও কেন্দ্র থেকে বিনামূল্যে টিকা পাবেন৷

১ মে থেকে প্রাপ্তবয়স্কদের টিকা নেওয়ায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্র৷ অপরদিকে ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা৷ তারপরই ১৮-র ঊর্ধ্বে সকলকে বিনা পয়সায় করোনার প্রতিষেধক দেওয়া হবে বলে জানান মমতা৷ পর্যবেক্ষকদের মতে, এই ঘোষণা করে তৃণমূল নেত্রী বুঝিয়ে দিলেন, রাজ্যে তৃতীয়বার তিনিই ক্ষমতায় আসছেন৷ এই ঘোষণা আগামী দু’দফার নির্বাচনে ভোটারদের মনে বড় প্রভাব ফেলতে পারে৷ উল্লেখ্য, শেষ দফায় কলকাতার একাধিক কেন্দ্রে ভোট রয়েছে৷ এদিকে মমতার ঘোষণা নিয়ে বিতর্ক শুরু হয়েছে৷ ভোটের মুখে এমন ঘোষণা করা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে৷

- Advertisement -

বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি বিনামূল্যে টিকাকরণের কথা ঘোষণা করেন৷ মমতা বলেন, ‘‘নির্বাচনের ফল ঘোষণার পর ৫ মে থেকে সার্বিক টিকাকরণ শুরু করব আমরা। ১৮ বছর থেকে যে চাইবে, সে-ই পাবে। সম্পূর্ণ বিনা পয়সায় সরকার থেকে আমরা প্রতিষেধক কিনে দেব৷’’