আজ সকালের খাস দশ 28/02/2022

0
32

আজ সকালের খাস দশ 28/02/2022

1. পুরভোটে অশান্তির অভিযোগে আজ সোমবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ ডেকেছে রাজ্য বিজেপি। বনধের প্রভাব সংক্রান্ত যাবতীয় খবর জানতে চোখ রাখুন খাস খবরের পেজে।
2. বনধ শুরু হতেই নিত্যযাত্রীদের ভোগান্তি। হুগলি স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের।
3. সরকারী সমস্ত প্রতিষ্ঠানই খোলা, বনধে অফিস কামাই করলেই কাটা যাবে বেতন। ধরানো হতে পারে শো -কজ নোটিশও।
4. আজ ফের আদালতে পেশ করা হবে মীনাক্ষীকে। “এই ভাবে আন্দোলন থামানো যাবে না”, হুঁশিয়ারি সিপিএম নেত্রীর।
5. পুরভোটে বেলাগাম সন্ত্রাস, জরুরি হস্তক্ষেপের দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ বিজেপিরর প্রতিনিধি দল। রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে যারা ছিলেন তাঁদের পদত্যাগের দাবি জানিয়েছেন।
6. নির্বাচনী সন্ত্রাসের অভিযোগে আজ কমিশনের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করবে বামফ্রন্টের।
7. আনিস কাণ্ডে আদালতের নির্দেশে দ্বিতীয় বার ময়নাতদন্ত হবে। আজ কবর থেকে সিটের হাতে দেহ তুলে দেওয়া হবে।
8. রাশিয়ার ওপর চূড়ান্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইউরোপীয় ইউনিয়নের, বাজেয়াপ্ত করা হল কেন্দ্রীয় ব্যাংকের অর্ধেকের বেশি রিজার্ভ।
9. বাংলার পশ্চিমের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে রাজ্যে।
10. শ্রীলঙ্কার বিরুদ্ধে টি -২০ সিরিজ ৩-০ ক্লিন সুইপ ভারতের। ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি সিরিজের সেরা শ্রেয়স আইয়ার।

- Advertisement -