আদালতের নির্দেশে বাড়ি ফিরে পেলেন ছেলে তাড়ানো বাবা

0
201

কলকাতা: সত্তরোর্দ্ধ বৃদ্ধকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলে বৌমা ও নাতি নাতনিদের বিরুদ্ধে। অবশেষে হাইকোর্টের নির্দেশে স্বস্তি ওই বৃদ্ধের। বাড়ি খালি করে ওই বৃদ্ধকে ঘরে প্রবেশ করিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয় নিউটাউন থানার পুলিশকে। সেই মতো নিউটাউন থানার পুলিশ ওই বৃদ্ধকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে ঢুকিয়ে দেয়। বাড়ি হাতে পেয়ে খুশি বৃদ্ধ।

আরও পড়ুন: হারটা মানতে পারছে না, তাই ভ্যাকসিনেও প্রতিহিংসা করছে কেন্দ্র: মমতা

- Advertisement -

বৃদ্ধ অজিত দাস ওরফে অঝির দাস জানান, নিউটাউন থানা এলাকার নিউ আদর্শ পল্লীতে ১৯৮৬ সালে দু কাটা জমি ক্রয় করেনে। সেই জমির ওপর দুতলা বাড়ি করে বসবাস করতে থাকেন। দুবছর আগে তাঁর ছেলে বীরেন্দ্র দাস তাঁকে বলে যে তোমার দেখাশোনার যাবতীয় ভরণপোষন সব দায়িত্ব বহন করব। এই জন্য বৃদ্ধর ছেলে ও তার পরিবারকে থাকার অনুমতি দেওয়া হোক। সেই মতো বাবা তাঁর ছেলে ও তার পরিবারকে থাকার অনুমতি দেয়। কিছুদিন যাওয়ার পর বৃদ্ধ লক্ষ্য করে ছেলে এবং তার পরিবারের লোকজনের আচরণের পরিবর্তন হচ্ছে এবং মাঝে মধ্যে মদ্যপান করে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করছে।

আরও পড়ুন: শুভেন্দুর রক্ষী খুনের ঘটনায় একাধিক নথি সংগ্রহ করলেন তদন্তকারীরা

অজিতবাবু বলেন, এরই মাঝে একদিন বাড়িটি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ছেলে চাপ দিতে থাকে৷ তা না হলে পরিণাম খারাপ হবে বলে হুমকি দেওয়া হয়৷ অভিযোগ, বৃদ্ধ জমি বাড়ি রেজিস্টার করে দিতে অস্বীকার করলে আরও বেশি করে অত্যাচার করতে থাকে ছেলে। ছেলের দিকে তাকিয়ে মুখ বুজে সহ্য করতে থাকে বৃদ্ধ। ২৪ মার্চ ২০২১ তারিখে পুত্র পুত্রবধূ তাদের ছেলে মেয়েরা বৃদ্ধকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ৷

অসহায় বৃদ্ধ আশ্রয় নেন তাঁর মেয়ের বাড়িতে৷ অজিতবাবুর কথায়, ‘‘বাধ্য হয়ে ১ জুলাই নিউটাউন থানায় অভিযোগ জানায়৷’’ এরপরই হাইকোর্ট অবিলম্বে বাড়ি খালি করে দিয়ে বৃদ্ধ অজিত দাসকে বাড়ি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেয়৷ হাইকোর্টের এই নির্দেশ নিউটাউন থানায় আসার পর আজ নিউটাউন থানার পুলিশ বৃদ্ধকে সঙ্গে নিয়ে সেই বাড়িতে গিয়ে তাঁকে বাড়ি ফিরিয়ে দেয়৷ বাড়ি ফিরে পেয়ে খুশি বৃদ্ধ অজিত দাস।