তৃণমূলে থেকে বিজেপির মাধ্যম হিসেবে কাজ করছেন শুভেন্দুর ভাই

চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতার

0
527

কাঁথি: খাতায় কলমে এখনও তিনি তৃণমূলে রয়েছেন৷ তমলুকের সাংসদও৷ অথচ তলে তলে বিরোধী দল বিজেপির হয়ে যাবতীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী৷ খাতায় কলমে দিব্যেন্দু এখনও তৃণমূলের তমলুকের সাংসদ৷ তাঁর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন কাঁথির দাপুটে তৃণমূল নেতা তথা কাঁথি-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন৷

আরও পড়ুন: মাস্ক, টিকা থেকে শত যোজন দূরে থাকে এই গ্রাম, তবু নজর নেই প্রশাসনের

- Advertisement -

প্রদীপের অভিযোগ, ‘‘ উনি যে বিজেপি করেছেন নির্বাচনের আগে থেকেই বহু প্রমাণ আমাদের কাছে রয়েছে। প্রচুর ভিডিও রেকর্ডিং রয়েছে আমাদের কাছে৷ কাঁথি ১ ব্লকের বহু নেতা ও নেতৃত্বদের ভোটের সময় ফোন করে বিজেপি করার জন্য বলেছিলেন। একাধিক কর্মীর বাড়িতে গিয়ে টাকা পয়সা দিয়ে এসেছেন। ভেতরে ভেতরে বিজেপি করছেন।’’ যদি এবিষয়ে দিব্যেন্দুর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

ঘটনার সূত্রপাত, কাঁথি-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েনের বিরুদ্ধে তাঁর বাড়ি ভাঙচুর, ঢিলছোড়া সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেন দিব্যেন্দু৷ এরপরই কাঁথি আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন নেন প্রদীপ৷ তারপরই এবিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রদীপ৷ তাঁর প্রশ্ন, ‘‘ উনি যদি বিজেপি না করে থাকেন তাহলে দলের সাংসদ হয়ে দলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে মিথ্যে মামলা করেন কি করে? খোঁজ নিয়ে দেখুন, সত্যি কি ওঁনার বাড়ি ভাঙচুর হয়েছে? ওঁনার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক৷ তাহলেই আসল রহস্য সামনে আসবে৷।

প্রদীপের দাবি, ‘‘তমলুকের সাংসদ এখন বিজেপি করছেন। কিন্তু বলে বেড়াচ্ছেন উনি তৃণমূলের সঙ্গে আছেন। উনি যে তারিখটা দিয়েছেন ওই তারিখে আমি কাঁথিতে ছিলাম না। তারপরেও আমার নামে মিথ্যে করে ওঁর বাড়ি ভাঙচুর ও ঢিলছোঁড়া সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছেন। ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। বিজেপির কথায়উনি এসব করছেন৷’’ প্রতিক্রিয়া মেলেনি শুভেন্দুরও।