সিসিটিভি ফুটেজের দৌলতে সাফল্য, বিরাটি খুনে গ্রেফতার বাবুলাল-ঘনিষ্ঠ যুবক

0
133

ব্যারাকপুর: অবশেষে সিসিটিভি ফুটেজের দৌলতে সাফল্য পেল পুলিশ৷ বিরাটিতে তৃণমূল কর্মী খুনের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ। নিমতা থানার পুলিশ বৃহস্পতিবার রাতে দিবাকর নামে এক ব্যক্তিকে নিমতা এলাকা থেকে আটক করে। পরে তাঁকে গ্রেফতার দেখানো হয়। সূত্রের খবর দিবাকর বাবুলাল ঘনিষ্ঠ।

আরও পড়ুন: তালিবানদের রুখতে বিমান হামলা চালাচ্ছে আমেরিকা

- Advertisement -

গত ২১জুলাই রাতে বিরাটি বনিক মোড়ে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্তকে গুলি করে খুনের ঘটনা ঘটে৷ পার্টি অফিস থেকে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে একাধিক গুলি করে শুভজিৎকে হত্যা করে বলে অভিযোগ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ ঘটনার জেরে একাধিক প্রশ্ন উঠে আসে৷ ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের দাপুটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য৷ এরপরই নড়ে চড়ে বসে পুলিশ৷ তৃণমূল কর্মী খুনের ঘটনায় সেই ভাবে কোনও প্রত্যক্ষ দর্শী না মেলায় পুলিশ ওই এলাকার যেসমস্ত দোকানে সিসিটিভি ছিল সেগুলো খতিয়ে দেখা শুরু করে।

পরবর্তীতে বণিক মোড়ের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দিবাকরকে চিহ্নিত করে পুলিশ। রাতে তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। নাইট কারফিউ থাকা সত্ত্বেও অত রাতে বনিক মোড়ে সে কি করছিল? পুলিশের এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি দিবাকর৷ পুলিশের দাবি, অভিযুক্তের কথাবার্তায় বিস্তর অসঙ্গতি রয়েছে৷ এরপরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ বাবুলাল ঘনিষ্ঠ দিবাকরকে জেরা করে চক্রের বাকিদের খোঁজ শুরু করেছে পুলিশ৷

প্রসঙ্গত, শাসকদলের কর্মী খুনের ঘটনায় বৃহস্পতিবারই একাধিক প্রশ্ন সামনে এনেছেন বিজেপির স্থানীয় নেত্রী অর্চনা মজুমদার৷ রাত সাড়ে দশটা পর্যন্ত পার্টি অফিস খোলা থাকে কি করে? তাহলে কি রাজ্যে নাইট কার্ফু উঠে গিয়েছে? পুলিশের নাকা চেকিংও তাহলে নিশ্চয়ই হচ্ছে না? আর যদি হয়, তাহলে ধরে নিতে হবে শাসকদলের কার্যকর্তাদের চেকিং করা হচ্ছে না? তা না হলে অত রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনা ঘটে কি করে? তাঁর দাবি, ‘‘মিউনিসিপ্যালিটির সিন্ডিকেটের ভাগ নিয়ে শাসকদলের অন্তর্কলহের ফলে এই খুন৷ পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করলেই তা স্পষ্ট হবে৷’’ পুলিশ জানিয়েছে তদন্তে সব দিকই খতিয়ে দেখা হচ্ছে৷