Subhendu Adhikari: মাজারে গেলেন শিশির, চড়ালেন চাদর ও সিন্নি: মমতাকে ‘বেগম’ বলার প্রসঙ্গ মনে করাচ্ছে তৃণমূল

0
3804

কাঁথি: চৌকাঠে কড়া নাড়ছে পুরভোট৷ সেজন্যই কি আগাম প্রচারে নেমে পড়লেন কাঁথির তৃণমূল কংগ্রেসের সাংসদ শিশির অধিকারী? প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের৷ কারণ, শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের দারুয়া আস্তানায় ( মাজার) গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। এরপর আস্তানায় (মাজার) তিনি চাদর ও সিন্নি দেন। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে শহরের রাজনৈতিক পরিমণ্ডলে জোর চর্চ্চা শুরু হয়েছে৷

খাতায় কলমে শিশিরবাবু এখনও তৃনমূল কংগ্রেসের সাংসদ৷ তবে এবারের বিধানসভা নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে বিজেপির দুটি প্রচার সভায় দেখা গিয়েছিল শিশিরবাবুকে৷ একটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায়৷ অন্যটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায়। সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূলের তরফে বলা হচ্ছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গত বিধানসভা নির্বাচনের আগে ও পরে রাজ্যের সংখ্যালঘুদের তীব্র ভাষায় আক্রমণ করেছেন।

- Advertisement -

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক জনসভা থেকে কখনও বেগম , বাংলাদেশের ফুফু একাধিক ভাষায় আক্রমণ করেছেন। গত বিধানসভা নির্বাচনের পূর্বে জনসভা থেকে সংখ্যালঘুদের জেহাদি বলে আক্রমণ করেছেন। স্বাভাবিকভাবেই, শুভেন্দু পিতাকে শুক্রবার সন্ধ্যায় দারুয়া আস্তানায় ( মাজার) গিয়ে চাদর ও সিন্নি চড়াতে দেখে কড়া প্রতিক্রিয়া ভেসে এসেছে তৃণমূল সহ বিভিন্ন মহল থেকে৷

কাঁথি শহরের দারুয়া আস্তানার ( মাজার) সেক উমর ফারুক বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসতে পারেন। আস্তানার চাদর ও সিন্নি দিতে পারেন। আমরা খুশি। কিন্তু একটা দুঃখ রয়েছে, ভোটের সময় কাঁথির সাংসদের ছেলে আমাদের উদ্দেশ্যে কটুক্তিকর মন্তব্য করেছিলেন৷’’

শিশির অধিকারীর আস্তানা যাওয়ার প্রসঙ্গে কটাক্ষ করতে ছাড়েননি কাঁথি-১ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন। তিনি বলেন, “সামনেই কাঁথি পুরসভা নির্বাচন রয়েছে। তাই ভোট প্রচার করতে বেরিয়ে পড়েছেন।’’ একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, ‘‘ভোটের আগে মুখ্যমন্ত্রীকে যেভাবে শুভেন্দুবাবু আক্রমণ করেছিলেন, সেটা কি ভুলে গিয়েছেন শিশিরবাবু। মুখ্যমন্ত্রীকে কখনও বেগম, বাংলাদেশের ফুপু বলেছেন।’’

তবে এসব করে মানুষের ভোট পাওয়া যাবে না বলে শিশিরবাবুকে কটাক্ষ করেছেন তিনি৷ যদিও এবিষয়ে অধিকারী পরিবারের কোনও সদস্যের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিষয়টিকে কেন্দ্র করে কাঁথির রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চ্চা৷ নিন্দুকেরা বলছেন, ‘‘সেবারে তো দিদিকে বেগম বলেছিলেন, এবারে বাবাকে কি বলবেন?’’

আরও পড়ুন: Mamata Banerjee: খাসতালুকে বৌদিকে টিকিট দিলেন মমতা, নিন্দুকেরা বলছেন পরিবারতন্ত্রের কথা

আরও পড়ুন: শোভনের কাননে রত্না, কলকাতায় এবারে তবে কি মহিলা মেয়র, বাড়ছে জল্পনা

আরও পড়ুন: Babul Supriya: তালিকায় ঠাঁয় মিলল না ‘প্রথম এগারোর প্লেয়ারের’, নিরাশ অনুগামীরা

আরও পড়ুন: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মন্দারমণির হোটেলে রাতভর সহবাস শেষে প্রেমিক যেটা বললো…