বিধি বাম, দুর্গা পুজোয় অসুর হয়ে হাজির হতে পারে বৃষ্টি

0
164

কলকাতা: বিদায় নেব, নেব করেও এখনই বিদায় নিচ্ছে না বর্ষা৷ বরং, দুর্গা পুজোতেও অসুর রূপে হাজির হতে পারে বৃষ্টি৷ সৌজন্যে, নতুন করে সৃষ্টি হওয়া আরও একটি ঘূর্ণাবর্ত৷ তারই জেরে এমন আশঙ্কার কথা শুনিয়েছে মৌসম ভবন৷

আরও পড়ুন: পায়ে হেঁটে কেন, সাইকেলে পুজো পরিক্রমা করুন, গাইড করবে বিধাননগর পুলিশ

- Advertisement -

হাওয়া অফিস সূত্রের খবর, সম্প্রতি আসা জোড়া সাইক্লোন শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হলেও সেগুলি ফের শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে৷ যার জেরে বিপরীত আরেকটি ঘূর্ণিবর্ত তৈরি হতে পারে৷ তারই জেরে পুজোর সময় ফের বৃষ্টিতে ভাসতে পারে কলকাতা সহ রাজ্যের একটি বিস্তৃর্ণ অংশ৷

আরও পড়ুন: বাঁধের সংস্কার হবে কি করে, ভোট ব্যাঙ্ক তৈরির রাজনীতিতে ব্যস্ত শাসক দল, খোঁচা শুভেন্দুর

তবে এবারে নিম্নচাপের কোপে পড়তে পারে উত্তরবঙ্গ৷ উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে৷ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কোচবিহারেও৷ দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তার রেশ উত্তরের চেয়ে তুলনামূলকভাবে কম থাকতে পারে৷ বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে শহর কলকাতাতেও৷

হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, ৬ অক্টোবর দেশ থেকে বর্ষা বিদায়ের সম্ভবনা রয়েছে৷ তবে নয়া ঘূর্ণাবর্তের জেরে বাংলা থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহও অতিক্রান্ত হয়ে যেতে পারে৷

অন্যদিকে নিম্নচাপের অতি বৃষ্টি এবং ব্যারেজ থেকে ছাড়া জলে এমনিতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি৷ ইতিমধ্যেই জলবন্দি প্রায় ২২ লাখ মানুষ৷ বাঁকুড়া, মেদিনীপুর, হাওড়া সহ একাধিক জেলা বন্যা কবলিত৷ ফের বৃষ্টি হলে পরিস্থিতি অতীতের বন্যার ভয়াবহতাকেও ছাপিয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷