উত্তরের মন পেতে এবার পাঁচদিনের পাহাড় সফরে মমতা

0
54

কলকাতা: জঙ্গলমহলের পর এবার মমতার চোখ পাহাড়ে৷ সবকিছু ঠিক থাকলে আগামী ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাংলার তখতে তৃতীয় বার বসার পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা৷ নবান্ন সূত্রের খবর, পাঁচ দিনের সফরে উত্তরের জেলাগুলিকে নিয়ে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি তিনি কথা বলতে পারেন সাধারণ মানুষের সঙ্গেও৷ স্বভাবতই মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে তুঙ্গে প্রশাসনিক ব্যস্ততা৷

আরও পড়ুন: মেদিনীপুরের শুটআউট: মোটা রাজার আরও তিন সঙ্গীকে গ্রেফতার করল পুলিশ

- Advertisement -

ভোট পরবর্তী সময়ে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার পৃথক রাজ্যের ঘোষণাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তরের রাজনৈতিক জল যথেষ্ট ঘোলা হয়েছে৷ ঘোলা জলকে আরও ঘুলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে দেখা গিয়েছে স্বয়ং রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে৷ এহেন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ তাঁদের মতে, একদিকে অনুন্নয়ন অন্যদিকে শক্তিশালী গেরুয়া শিবির৷ এই দুইয়ের মাঝে পাহাড়ের মন পেতে মুখ্যমন্ত্রী কি কৌশল গ্রহণ করেন, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷

আরও পড়ুন: শুভেন্দুর খাস তালুকে ডাকাতির ঘটনায় এলাকায় উত্তেজনা

কারণ, ২১৩-র ক্ষমতা বলে বলীয়ান হয়ে তৃতীয়বারের জন্য বাংলার তখতে বসলেও উত্তরে শোচনীয় ফলাফল হয়েছে ঘাসফুল শিবিরের৷ গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ থেকে শুরু করে উদয়ন গুহ, মমতার মন্ত্রিসভার উত্তরবঙ্গের প্রতিটি মন্ত্রীই এবারের ভোটে হেরেছেন৷ তার ওপর উত্তরবঙ্গ উন্নয়ন দফতরটি রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর দায়িত্বে৷ প্রতিমন্ত্রী হিসেবে সাবিনা ইয়াসমিন থাকলেও সহায়তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে রবীন্দ্রনাথ ঘোষকে রেখেছেন মমতা৷ অন্যদিকে ইতিমধ্যে তৃণমূলের হাত ছেড়েছে পাহাড়ের অন্যতম নেতা বিনয় তামাং৷ এহেন পরিস্থিতিতে সবদিক থেকেই পাহাড়ে ব্যাক ফুটে শাসক৷ স্বভাবতই, হাজারও বাধা টপকে নেত্রী উত্তরের মাটি থেকে কি বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে সব মহল৷