রাজ্যপালের নজরে এবার হলদিয়া, আজ যাচ্ছেন সস্ত্রীক

0
233
rampurhat massacre

হলদিয়া: আজ হলদিয়া সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। পরিদর্শন করবেন হলদিয়া ডক, হলদিয়া পেট্রোকেমিক্যালস সহ একাধিক সংস্থা। কথা বলবেন শিল্প কর্তাদের সঙ্গে৷ স্বাভাবিকভাবে, রাজ্যের সাংবিধানিক প্রধানের সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিল্প শহরকে৷ তবে আচমকা রাজ্যপালের এই সফরকে ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূলের স্থানীয় নেতা, কর্মীদের মধ্যে৷

বস্তুত, নিজের এই সফর সম্পর্কে মঙ্গলবার রাতেই ট্যুইট করে জানিয়েছিলেন রাজ্যপাল। সকাল ১০.৩০মিনিটে সস্ত্রীক হলদিয়া বন্দরের পোর্ট হাউসের অতিথিশালায় আসবেন রাজ্যপাল। সেখানে তাকে গার্ড অফ অনার জানাবেন সিআইএসএফের জওয়ানেরা। সূত্রের খবর: ১১টায় হলদিয়া ডক কমপ্লেক্স ভিজিটে যাবেন রাজ্যপাল। এক ঘন্টা ভিজিটের পর হলদিয়া পেট্রোকেমিক্যালস পরিদর্শনে যাবেন তিনি। সেখানেও এক ঘণ্টার সূচি রয়েছে৷ সেখান থেকেই দুপুরে ফিরবেন বন্দরের গেস্ট হাউসে৷ মধ্যাহ্ন ভোজনের পর সেখানেই শিল্প সংস্থার কর্তাদের সঙ্গে মিলিত হবেন তিনি।

- Advertisement -

ওই বৈঠকের পর আইওসি-j রিফাইনারির নির্মীয়মান নতুন প্লান্ট ঘুরে দেখবেন তিনি। সেখান থেকে যাবেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে৷ আশ্রমের একটি প্রকল্পের সূচনা করার কথা রাজ্যপালের৷

আরও পড়ুন: জঙ্গলমহলে সত্যি কি মাওবাদী উপদ্রব, শাহকে ‘আসল’ তথ্য জানাবেন Suvendu Adhikari