সংবাদমাধ্যমের থেকে অনুব্রতর দিল্লি যাওয়ার কথা শুনছি, বিস্ফোরক ফিরহাদ

0
391
firhad on anubrata mondal

নিজস্ব সংবাদদাতা, হলদিয়া: অনুব্রত মণ্ডলকে নিয়ে এখন রাজ্য-রাজনীতি সরগম৷ এই পরিস্থিতিতে তৃণমূলের হেভিওয়েট নেতার তাঁর বিষয়ে বিশেষ মুখ খুলতে চাইছেন না৷ তার মধ্যে ব্যতিক্রম হয় রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম৷ কেষ্টাকে দিল্লি যাওয়া প্রসঙ্গে তিনি বিস্ফোরক মন্তব্য করেন৷

ফিরহাদ হাকিম সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘‘অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই৷ আমার কাছে এই বিষয়ে কোনো সঠিক তথ্য নেই৷ আমি তো মিডিয়া থেকেই এই খবরটা শুনছি৷’’ শিল্পনগরী হলদিয়ায় দুর্গাচকে নবনির্বিত ইকো পার্কের উদ্বোধন যান ফিরহাদ হাকিম৷

- Advertisement -

তাঁর সঙ্গে ছিলেন কারামন্ত্রী অখিল গিরি ও মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী। এদিন উদ্বোধন করার পর পুরমন্ত্রী ফিরাদ হাকিম বলেন, ‘‘হলদিয়া পুরসভাকে আমি ধন্যবাদ জানাই। এতো সুন্দর একটি ইকো পার্ক তৈরি করেছে এর জন্য আমি খুবই আনন্দিত৷’’

জানা গিয়েছে, প্রায় ১২ কোটি টাকা খরচ করে হলদিয়ার দুর্গাচকে নির্মাণ হয়েছে ইকো হেল্থ পার্ক। বৃহস্পতিবার জাঁকজমক করে ওই পার্কের উদ্বোধন হয়। দুর্গাচকে আইটিআই কলেজের দিঘির মাঝখানে তৈরি এই পার্ক খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য।

পুরসভার ইকো হেল্থ পার্কের সঙ্গে রয়েছে আইল্যান্ড, কফিশপ, রেস্টুরেন্ট, সুইমিংপুল সহ বিনোদনের যাবতীয় উপকরণ। একটি বেসরকারি সংস্থায়কে এই পার্ক লিজে দিয়েছে হলদিয়া পুর কর্তৃপক্ষ। বিনোদন ও পর্যটনের আকর্ষণ তৈরি করতে এই প্রকল্পে ট্রয়ট্রেন, মিউজিক্যাল ফাউন্টেন ও লেজার শো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কাশ্মীরের ডাল লেকের আদলে এই পার্কে শিকারা বোট চালু করা হচ্ছে। সুইমিং পুলে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে। শিল্প সংস্থগুলির আলোচনা করার বিশেষ ব্যবস্থাও থাকবে বলে জানা গিয়েছে।