তিন মাসে চার বার, বানভাসি ঘাটাল: ঝরল প্রাণ, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ি

0
76

ঘাটাল: তিন মাসে চার বার৷ ফের বানভাসি এলাকা৷ ঝরল প্রাণ৷ জলের তোড়ে ফের হুড়মুড়িয়ে ভেঙে ধুলিসাৎ হয়ে গেল দোতলা বাড়ি৷ প্রাণ বাঁচাতে এক কাপড়ে অনেকেই বাড়ি ছেড়ে আশ্রয় নিলেন অপেক্ষাকৃত উঁচু জায়গায়৷

আরও পড়ুন: কার জন্য কে ভোট করছে বোঝা যাচ্ছে, দিলীপ মন্তব্যে জন্ম নয়া জল্পনার

- Advertisement -

ফি-বারের মতো বৃহস্পতিবার মাঝ রাত থেকে এমনই জল-যন্ত্রণার মুখোমুখি ঘাটালবাসী৷ দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ছাড়া জল এখনও হু হু করে ঢুকছে এলাকায়। ফলে নতুন করে আরও গ্রাম থেকে গ্রামান্তর প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে৷

আরও পড়ুন:  পালং শাক ২০০, কাঁচা লঙ্কা-১০০ : দু’দিনের বৃষ্টিতে আগুন ছুটছে সবজি বাজারে

পরিস্থিতির জন্য ইতিমধ্যেই ডিভিসিকে দুষেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রসঙ্গত, টানা তিনদিনের অতিবৃষ্টির ধাক্কায় যখন রাজ্যের আর পাঁচটা গঞ্জের সঙ্গে ঘাটালও বেসামাল থেকে সামাল দেওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই ব্যারেজের জলে ফুলে ফেঁপে উঠল শিলাবতী৷ কিছু বুঝে ওঠার আগেই নালা-রাস্তা একাকার হয়ে প্লাবিত হল এলাকার পর এলাকা৷

স্থানীয় সূত্রের খবর: ডিভিসির ছাড়া জলের দাপটে বৃহস্পতিবার মাঝ রাতে ঘাটালের দাসপুরে ভেঙে যায় শিলাবতীর বাঁধ৷ নতুন করে প্লাবিত হয় প্রায় ৩০টি গ্রাম৷ ঝুমি নদীর পার উপছেও প্লাবিত হয়েছে একাধিক গ্রাম৷ জলের তোড়ে ভেঙে পড়েছে দোতলা বাড়ি৷ অন্যদিকে ঘাটাল পুর এলাকায় সাত সকালে জলে ডুবে মৃত্যু হয়েছে ছ’বছরের এক শিশুর৷ অসমর্থিত সূত্রের খবর, বানভাসি গ্রামে মৃতের সংখ্যা একাধিক৷