ধেয়ে আসছে গুলাব, দিঘায় প্রবল ঝোড়ো হাওয়া, পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ প্রশাসনের

0
129

দিঘা: প্রবল ঝোড়ো হাওয়া৷ সঙ্গে নাগাড়ে বৃষ্টি৷ দিঘায় উত্থাল-পাতাল সমুদ্র যেন ডাঙায় উঠে আসতে চাইছে! অগত্যা, ঝুঁকি নিতে নারাজ প্রশাসনের তরফ থেকে দ্রুত পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ জারি করা হল৷

আরও পড়ুন: রাতভর বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া, দিঘায় প্রবল জলোচ্ছ্বাস

- Advertisement -

নিম্নচাপে আবারও সর্তকতা জারি হয়েছে উপকূলবর্তী এলাকা‌। সৈকত নগরীর দিঘা, মন্দারমনি ও তাজপুর সহ উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে বারণ করা হচ্ছে। মাইকিং করে প্রচার চালানো হচ্ছে। দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকায় ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হওয়ায় কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷

আরও পড়ুন: ঘোলা, কালো জল দিঘার সমুদ্রে, সমুদ্র স্নানে এসে হতাশ পর্যটকেরা

ইতিমধ্যেই সমুদ্রে মৎস্য শিকার করার ক্ষেত্রে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে সৈকত দিঘায় বেড়াতে আসা পর্যটকদের হোটেল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। আপৎকালীন তৎপরতায় সতর্ক পুলিশ, প্রশাসনের আধিকারিকরা। তার পাশাপাশি একের পর এক এলাকা পরিদর্শন করছেন জনপ্রতিনিধিরা৷

রবিবার দুপুরে সৈকত নগরীর দিঘা পরিদর্শন করেন রামনগর ১ ব্লকের বিডিও বিষ্ণুপদ রায়৷ তিনি বলেন, “আগে থেকেই সমস্ত রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সমুদ্র উপকূলবর্তী যে সব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, সেখানে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। সাইক্লোন সেন্টার এবং স্কুল বিল্ডিংগুলি তৈরি রাখা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা দল প্রস্তুত রাখা হচ্ছে। ব্লক ও পঞ্চায়েতেগুলিতে কন্ট্রোলরুম খোলা হচ্ছে। ৩০ তারিখ পর্যন্ত হোটেলে পর্যটক রাখার ব্যাপারেও জারি করা হয়েছে নিধাধাজ্ঞা।”