প্রথা মেনে নিয়ম রক্ষার রথ, মন ভাল নেই ভক্তদের

‘‘ইশ্বর কথা বলেন না, তাই রক্ষে! করোনা আবহে ভোট হতে পারে, অথচ ধর্মীয় অনুষ্ঠানেই যত বিধিনিষেধ!’’

0
33

তিমিরকান্তি পতি, বাঁকুড়া: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। রাত পোহালেই রথযাত্রা। প্রথা মেনে রথের রশিতে টান পড়বে, ঘুরবে চাকাও। কিন্তু তা সম্পূর্ণ নিয়মরক্ষায়। করোনা বিধি মেনে এবারও কোন ধরণের শোভাযাত্রা করা যাবে না৷ বন্ধ ভোগ বিলিও। ফলে মন ভালো নেই বিষ্ণুপুরসীর। কারণ, গত বছরের মতো এবারও করোনার উপস্থিতিতে বাঁকুড়ার বিষ্ণুপুরের ঐতিহ্যবাহি রথযাত্রার আনন্দ কার্যত ম্লান।

আরও পড়ুন: স্বপ্নপূরণের জন্য যন্ত্রণার স্বীকারোক্তি: বারবার লড়ে ফিরে আসার নাম লিও মেসি

- Advertisement -

শহরের কৃষ্ণগঞ্জের আট পাড়া ও মাধবগঞ্জের এগারো পাড়া কমিটি বরাবর রথযাত্রার আয়োজন করে। পিতলের দু’টি সুউচ্চ রথে রাধাকৃষ্ণের বিগ্রহ নিয়ে শোভাযাত্রা বের হয়। মন্দিরে রাজভোগের ব্যবস্থা করা হয়। প্রচুর ভক্ত সমাগমের পাশাপাশি রথের মেলায় অসংখ্য অস্থায়ী দোকান বসে। বকুল কুঞ্জে জমে ওঠে সান্ধ্য অনুষ্ঠান। অসংখ্য পরিযায়ী পর্যটক এই সময়টাতে বিষ্ণুপুর শহরে আসেন। কিন্তু করোনার উপস্থিতিতে সেই ঐতিহ্য আর পরম্পরায় এবারও ছেদ পড়ল।

আরও পড়ুন: রাতের অন্ধকারে মৎস্যজীবীকে খুনের চেষ্টা, চাঞ্চল্য বসিরহাটে

এগারো পাড়া ষোলোআনা কমিটির কোষাধ্যক্ষ রামশঙ্কর মহান্তী বলেন, ‘‘বিষ্ণুপুরের শতাব্দী প্রাচীণ এই রথ মানেই এখানকার মানুষের আবেগ। কিন্তু করোনা আবহে সরকারি বিধিনিষেধ মেনেই উৎসব পালন হবে। বন্ধ থাকবে অনুষ্ঠান, তবে প্রথা মেনে শুধুমাত্র পুজো হবে। সারা বছর প্রভূর অন্নভোগ হলেও রথের ন’দিন রাজভোগ নিবেদন করা হয়। আর ওই রাজভোগের জন্য মানুষ বছরভর অপেক্ষায় থাকেন। কিন্তু গতবারের মতো এবারও তা সম্ভব হচ্ছে না করোনার দাপটে৷’’

আরও পড়ুন: নেট মাধ্যমে তরুণীকে উত্তক্ত করার জের, শ্রীঘরে রাত কাটবে প্রভাবশালীর ছেলে

শহরের বাসিন্দা দীপক রাণা বলেন, ‘‘সারা বছর ধরে আমরা সকলে এই রথের দিনগুলির জন্য অপেক্ষায় থাকি। গত বছরের মতো এবারও রথ হচ্ছে না। ফলে দুটো বাড়তি পয়সা রোজগারের আশায় যারা রথের মেলায় দোকান দেন, তারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন৷’’ শহরের আরেক বাসিন্দা তিমির দাশগুপ্ত বলেন, ‘‘ইশ্বর কথা বলেন না, তাই রক্ষে! করোনা আবহে ভোট হতে পারে, অথচ ধর্মীয় অনুষ্ঠানেই যত বিধিনিষেধ!’’

বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ কুমার দত্ত বলেন, ‘‘এবারের রথে ভিড় নিয়ন্ত্রণ, মাস্ক ব্যবহার, এলাকা স্যানিটাইজের উপর জোর দেওয়া হয়েছে। বিষ্ণুপুরে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে তা কোনওভাবেই বাড়তে দেওয়া যাবে না। আচার অনুষ্ঠান হবে, তবে সারা রাত শহর পরিক্রমা ও ভোগ বিলির উপর নিষিধাজ্ঞা জারি করা হয়েছে৷’’