CBI-এর নজরে এবার অনুব্রতর রাঁধুনি

0
28

বীরভূম: এবার অনুব্রত মণ্ডলের রাঁধুনিকে ডেকে পাঠাল CBI৷ শুক্রবার বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছে তাঁকে৷ সঠিক সময় জানা না গেলেও বেলার দিকে অনুব্রতর রাঁধুনিকে ডেকে পাঠিছে বলে সূত্রের খবর৷ অন্যদিকে, শুক্রবার সকালে ফের অনুব্রতর মেয়ে সুকন্যাকে নোটিস দিয়েছে সিবিআই৷

সূত্রের খবর, কেষ্টার রাঁধুনির ব্যঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা লেনদেন হয়েছে৷ এমনই তথ্য সিবিআই-এর তদন্তে উঠে এসেছে৷ সেই পরিপ্রেক্ষিতে রাঁধুনিকে শুক্রবার ডেকে পাঠায় সিবিআই৷ লেনদেনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অনুমান৷ পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখতে চায় CBI৷

- Advertisement -

পাশাপাশি গরু পাচারকাণ্ডের তদন্তে ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে নোটিস দিল সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সুকন্যার ব্যবসা ও তাঁর কোম্পানি সংক্রান্ত সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে৷ এর আগেও এই নথি চাওয়া হয়েছিল৷ কিন্তু সুকন্যা মণ্ডল তা সিবিআইকে জমা দেননি বলে সূত্রের দাবি৷ তাই শুক্রবার সকালে ফের তাঁকে নোটিস পাঠায় সিবিআই৷

অন্যদিকে, বৃহস্পতিবার সিবিআই ক্যাম্পে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে৷ তাঁর হিসাব রক্ষকেরা গেলে তাঁদের থেকে মলয় পিটের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য নেওয়া হয় বলে সূত্রের খবর৷ গরু পাচার মামলার তদন্তে অনুব্রতর লেনদেনের ওপরও নজর রাখছে সিবিআই৷