মগডালে বাঘের মাসি, ৩৬ ফুটের মই লাগিয়েও নামাতে ব্যর্থ দমকল

0
186

বারাসত: কথায় বলে ঠ্যালায় না পড়লে বেড়াল গাছে ওঠে না৷ কিন্তু এ তো শুধু গাছে নয়, এক্কেবারে মগডালে উঠে বসে আছে!

২৪ ঘণ্টা ধরে অনেক অনুরোধ, উপরোধেও মগডাল থেকে নামতে রাজি হয়নি৷ অগত্যা, ডাক পড়েছিল দমকলের৷ তাঁরা ৩৬ ফুটের দীর্ঘ মই নিয়ে গাছেও উঠেছিলেন৷ কিন্তু নামাতো দূরে থাক, অভিজ্ঞ দমকল কর্মীদের রীতিমতো নাকানি চোবানি খাইয়ে গাছের আরও ওপরে, এক্কেবারে ৫০ ফুটে মগডালে বসে আছেন বাঘমামার মাসি!

- Advertisement -

ফলে রণ ভঙ্গ দিয়ে দমকল কর্মীরাও ফিরে গেলেন কর্মস্থলে৷ আপাতত বুধবার সকালের অপেক্ষা৷ ফের শুরু হবে বাঘের মাসিকে উদ্ধার অভিযান৷ বেড়ালকে কেন্দ্র করে মঙ্গলবার দিনভর এমনই হুলুস্থল কাণ্ডের সাক্ষী থাকলেন অশোকনগরের পূর্ব মানিকনগর এলাকার বাসিন্দারা৷

জানা গিয়েছে, সোমবার রাত দশটা থেকে প্রায় ৫০ ফুট উঁচু গাছে বসে রয়েছে পেশায় ব্যাঙ্ক কর্মী কল্যান বালা নামে এক ব্যক্তির পোষা বেড়াল। কোনওভাবেই বেড়ালকে গাছ থেকে নামানো যাচ্ছে না। পরে খবর দেওয়া হয় স্থানীয় পশুপ্রেমী সংগঠন ও হাবড়ার দমকল কর্মীদের। মঙ্গলবার রাতে দমকল পৌঁছয় অশোকনগরের পূর্ব মানিকনগর এলাকার ঘটনাস্থলে।

৩৬ ফুট উঁচু মই দিয়ে গাছে উঠে বেড়ালকে নামানোর চেষ্টা করলে বেড়ালটি তাতে রেগে গিয়ে গাছের আরও উঁচুতে উঠে যায়। ফলে রীতিমতো নাকানি চোবানি খেতে দেখা যায় দমকলের অভিজ্ঞ কর্মীদের৷ প্রায় ঘন্টাখানেক বিভিন্নভাবে চেষ্টা করেও নামানো যায়নি বেড়াল বাবাজীবনকে৷ ফলে কার্যত ব্যর্থ হয়ে রণেভঙ্গ দিয়ে দমকল ও পশুপ্রেমী সংগঠনের কর্মীরা ফিরে যান।

ঘটনায় যথেষ্ট চিন্তিত রয়েছেন পোষ্যের মালিক কল্যাণবাবু। বার বার বলছেন, ‘‘এমনিতে তো ও খুবই শান্ত! কেমন এমন করছে বুঝতে পারছি না!’’ দমকলের তরফে জানানো হয়েছে, বুধবার সকালে ফের গাছ থেকে বেড়াল নামানোর জন্য চেষ্টা করা হবে। আপাতত গাছের মগডালের দিকেই তাকিয়ে বসে আছেন কল্যাণবাবু৷ আদুরে কন্ঠে পোষ্যকে নেমে আসার অনুরোধ করছেন৷ মিটি মিটি চোখে মালিকের দুদর্শা দেখলেও এখনও নামার মতো কোনও লক্ষ্মণ ধরা পড়েনি বাঘের মাসির বডি ল্যাঙ্গোয়েজে!

আরও পড়ুন: মদের ঠেক ভাঙলেন মহিলারা, শিশুর মতো দাঁড়িয়ে দেখল পুলিশ