স্টেশনে ট্রেন থামতেই মমতার কাছে ছুটে গেলেন অনুব্রত, জল্পনা তুঙ্গে

0
560

বোলপুর: আগে থেকেই তৈরি ছিলেন তিনি৷ শতাব্দী এক্সপ্রেস বোলপুর স্টেশনে থামতেই নির্দিষ্ট বগিতে এগিয়ে গেলেন তৃণমূলের বীরভূমের জেলা সভাপতি, দোর্দন্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল৷ ট্রেনের ভিতর থেকে দরজার সামনে এসে দাঁড়াতে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷

কয়েক মিনিটের স্টপেজ বিরতির মাঝেই দিদির সঙ্গে ‘কথা’ সেরে ফেললেন অনুব্রত৷ দিদির সফরে নিজে হাতে পৌঁছে দিলেন প্রিয় মুড়ি এবং পানীয় জলও৷ সোমবার বিকেলে এমনই চিত্র ধরা পড়ল বীরভূমের বোলপুর স্টেশনে৷

- Advertisement -

চারদিনের সফরে আজই কলকাতা থেকে শতাব্দী এক্সপ্রেসে চড়ে মালদহ যাচ্ছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দুপুর থেকেই বোলপুর স্টেশনে তৈরি ছিলেন অনুব্রত মণ্ডল৷ তিনি আগে থেকেই দিদির প্রিয় মুড়ি ও বাদাম নিয়ে আসেন৷ সঙ্গে পর্যাপ্ত জলের বোতলও৷ ট্রেন থামতেই নির্দিষ্ট বগির সামনে যান অনুব্রত৷ ট্রেনের ভিতর থেকে এগিয়ে আসেন দিদি৷ জল, মুড়ি তুলে দেওয়ার পর একান্তে দু’জনকে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায়৷ দু’জনকেই দেখা গিয়েছে সিরিয়াস মুডে৷

নির্দিষ্ট সময়েই ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে যায়৷ পরে এবিষয়ে জানতে চাওয়া হলে অনুব্রত বলেন, ‘‘জেলার উন্নয়ন নিয়ে দিদির সঙ্গে কথা হল৷ উনি আমার সঙ্গে সম্মতি জানিয়েছেন৷’’ যদিও সূত্রের খবর, সামনেই রাজ্যের প্রতিটি পুরসভায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন৷ তাই আগে থেকেই এবিষয়ে দিদির সঙ্গে প্রয়োজনীয় কথা বলে রাখলেন অনুব্রত৷ যদিও অনুব্রতর ঘনিষ্ঠ মহলের দাবি, দিদি বোলপুরের ওপর দিয়ে গেলেই অনুব্রত বরাবরই দিদির সঙ্গে দেখা করেন৷ এবারেও তার অন্যথা হয়নি৷ এর মধ্যে অন্য কোনও জল্পনা খোঁজা ঠিক নয়৷

আরও পড়ুন: SSC Group D নিয়োগে বেনিয়ম, অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ আদালতের