Y থেকে Z ক্যাটাগরিতে উর্ত্তীণ অর্জুন, পুরনো প্রবাদ আউড়াচ্ছেন বাসিন্দারা

0
145

কলকাতা: ছিলেন ওয়াই৷ হয়ে গেলেন জেড৷ নিরাপত্তার বহর বাড়ল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের৷ যা জানতে পেরে এলাকার বাসিন্দারা বহুল ব্যবহারী জীর্ণ প্রবাদকে সামান্য বদলে বলছেন, ‘আমাদের সর্বনাশ, আর ওঁনার পৌষমাস!’’

মঙ্গলবার সকালে বোমা পড়েছিল সাংসদের বাড়ির পিছনের দিকে৷ এর আগেও গত ৮ সেপ্টেম্বর বোমা পড়েছিল সাংসদের মজদুর ভবনের সামনের গেটে৷ মঙ্গলবার রাত ফেরে বোমা পড়েছে ভাটপাড়ার কলাবাগান তিন নম্বর গেট এলাকার রাজপথে৷ পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে ইতিমধ্যেই সরব বাসিন্দারা টিপ্পনির সুরে বলতে শুরু করেছেন, ‘প্রতিদিন যেহারে সকাল সন্ধ্যা দেবারতির স্টাইলে বোমা পড়ছে তাতে তো নাম বদলে বোমা পাড়া করে দিলেই হয়!’’

- Advertisement -

আরও পড়ুন: EXCLUSIVE: এখানে আইনের শাসন নেই, তৃণমূলের ঝাণ্ডাই শেষ কথা’ : আন্দোলনে মৎস্যজীবীরা

তারপরই সামনে এসেছে অর্জুন সিংয়ের নিরাপত্তা বৃদ্ধির প্রসঙ্গটি৷ জানা গিয়েছে, ঘন ঘন যেভাবে সাংসদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে চলেছে, তাতে তাঁর জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে৷ অর্জুন সিং নিজেও একাধিকবার সেকথা স্পষ্ট করেছেন৷ সেকারণেই বৃদ্ধি করা হল তাঁর নিরাপত্তার ক্যাটাগরি৷ এতদিন তিনি পেতেন ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা৷ বুধবার থেকে সেটা হয়ে গেল জেড ক্যাটাগরির৷ অর্থাৎ এখন থেকে ‘ভিভিআইপি’ নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ৷

যা প্রকাশ্যে আসার পর থেকেই ব্যারাকপুরের বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে৷ তাঁরা বলছেন, ‘‘মঙ্গলবার রাতের ঘটনা থেকেই তো স্পষ্ট যে রাজপথও আর নিরাপদ নয়৷ কখন কোথায় কে কাকে লক্ষ্য করে বোমা ছুঁড়বে, আর সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার কিংবা আপনার মাথায় যে পড়বে না, তার নিশ্চয়তা কোথায়!’’

’ কেউ কেউ আরও একধাপ এগিয়ে সেই প্রবাদটাকে আওড়াচ্ছেন৷ বলছেন, আমরা ভয়ে বাড়ি থেকে বেড়াব কি করে সেকথা ভাবছি, আর ওঁনার নাকি সুরক্ষার বহর আরও বাড়ল! এবিষয়ে সাংসদের অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি৷