মাওবাদী সন্দেহে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী

0
70

কলকাতা ও নদিয়া: মাওবাদী সন্দেহে নদিয়া থেকে গ্রেফতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী৷ পুলিশ সূত্রের খবর, ধৃত ওই ছাত্রীর নাম জয়িতা দাস৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তনীকে এদিন নদিয়ার হরিনঘাটা থেকে গ্রেফতার করে পুলিশ৷ এদিনই ধৃতকে আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে ৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

সম্প্রতি জঙ্গলমহল থেকে একাধিক মাওবাদী পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল৷ এমনকি আনিস খানের খুনের ঘটনায় দোষী পুলিশ কর্মীদের শাস্তি চেয়ে সম্প্রতি পোস্টার পড়েছিল উত্তর ২৪ পরগণাতেও৷ এরপর থেকেই মাওবাদী কার্যকলাপের বিষয়ে খোঁজ খবর শুরু সকরেন গোয়েন্দারা৷ তারই ভিত্তিতে সম্প্রতি ময়দান এলাকার বাসস্ট্যান্ডে পড়ে থাকা একটি পরিত্যক্ত ব্যাগের সূত্র ধরে মুর্শিদাবাদের দুই যুবকের খোঁজ পায় কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷

- Advertisement -

এসটিএফ সূত্রের খবর, ওই যুবকের মাধ্যমেই খোঁজ মেলে জয়িতার৷ মাওবাদীদের মাতঙ্গিনী মহিলা সমিতির নেত্রী ছিলেন জয়িতা৷ বেশ কয়েকবছর ধরে নদিয়ার ছোট জাগুলিয়া গ্রাম থেকেই সে সংগঠনের কাজ দেখভাল করত৷ এসটিএফের দাবি, নন্দীগ্রাম আন্দোলনের সময়ও মুভমেন্ট ছিল এই জয়িতার৷ এমনকি নোনাডাঙায় জমি আন্দোলনের পিছনেও জয়িতার হাত ছিল বলে তদন্তকারীদের দাবি৷ বস্তুত, সম্প্রতি রাজ্যে নতুন করে মাথা চাড়া দেওয়া মাওবাদী কার্যকলাপ সম্পর্কে অনেক তথ্যই জয়িতা জানেন বলেই দাবি তদন্তকারীদের৷ আপাতত ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছেন তাঁরা৷

আরও পড়ুন: সাগরে মৎস্যজীবীদের হাতে ‘অ্যারেস্ট’ বাংলাদেশী জাহাজ