ভোটের আগে করোনায় মৃত্যু কংগ্রেস প্রার্থীর

মুর্শিদাবাদের সামসেরগঞ্জ বিধানসভা কেন্দ্র

0
234

কলকাতা: ভোটের আগে করোনায় মৃত্যু কংগ্রেস প্রার্থীর(Congress
candidate)৷ বুধবার রাতে তাকে জঙ্গিপুর থেকে কলকাতায় আনা হয়৷ তারপর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা চলছিল৷ সেখানেই আজ সকালে কংগ্রেস প্রার্থীর মৃত্যু হয়৷ করোনা আক্রান্ত হয়ে রাজ্যে এই প্রথম কোনও প্রার্থীর মৃত্যু হল৷

মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস।
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বুধবার জঙ্গিপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি
করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্সে করে বুধবার রাতেই
তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়েছিল।কিন্তু শেষ রক্ষা হল
না৷রেজাউলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।

- Advertisement -

আগামী ২৬ এপ্রিল সামসেরগঞ্জ আসনে ভোটগ্রহণ৷ তার আগে মৃত্যু হল কংগ্রেস
প্রার্থীর।ফলে এই কেন্দ্রের ভোট পিছিয়ে যেতে পারে৷নতুন করে কংগ্রেস প্রার্থী
ঘোষণা করতে পারেন৷ এমনটাই সূত্রের খবর৷

এদিকে কলকাতায় মৃত্যু হলেও,পরিবার রেজাউলকে দেশের বাড়ি নিয়ে যেতে চায়৷কিন্তু প্রশাসন তাদের এই আবেদন নাকচ করে দিতে পারে৷ কারণ কোভিড
প্রোটোকল মেনে তাকে দাহ করতে হবে৷ তাই হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা
পুরসভার হাতে তুলে দেবে বলে জানা গিয়েছে৷ তবে পরিবারকে শেষ দেখার
সুযোগ করে দেওয়া হবে৷

অন্যদিকে ভোটের বাংলায় একের পর এক প্রার্থী করোনা আক্রান্ত হচ্ছেন৷ এদের
মধ্যে রয়েছেন জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী প্রদীপকুমার বর্মা।তিন শিলিগুড়ির এক
বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এছাড়া করিমপুর কেন্দ্রের বিজেপি
প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ করোনায় আক্রান্ত হয়েছেন। মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মনেরও করোনা রিপোর্চ পজিটিভ এসেছে।

বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবন (State Health Department) এর বুলেটিনের তথ্য অনুযায়ী,রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের (COVID-19)সংখ্যা ৫,৮৯২ জন৷প্রায় ৬ হাজার৷ তারফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লক্ষ ৩০ হাজার ১১৬ জন৷

রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে আরও ২৪ জনের৷ যাদের মৃত্যু হয়েছে,তাদের মধ্যে কলকাতার ৭ জন, উত্তর ২৪ পরগণার ৭ জন,দক্ষিণ ২৪ পরগণার ১ জন,হাওড়া ১ জন,পশ্চিম বর্ধমানে ৪ জন,পূর্ব বর্ধমান ১ জন,পশ্চিম মেদিনীপুরে ১ জন ও মুর্শিদাবাদে ২ জন৷সব মিলিয়ে বাংলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৪৫৮ জন৷