Bangladesh: দুর্গা মূর্তি ভাঙচুরের ঘটনায় কেন পদক্ষেপ নেওয়া ‘প্রয়োজন. মোদীকে ব্যাখ্যা দিলেন শুভেন্দু

কুমিল্লায় মহাষ্টমীর দিন হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে যে, একটি পুজো মণ্ডপে পবিত্র কোরানের অবমাননা করা হয়েছে। ব্যাস এটুকুই! এই গুজব ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, ভাঙচুর চালানো হয় মণ্ডপে, দীঘিতে ফেলে দেওয়া হয় মা দুর্গার মূর্তি।

0
435

কলকাতা: কুমিল্লায় মহাষ্টমীর দিন হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে যে, একটি পুজো মণ্ডপে পবিত্র কোরানের অবমাননা করা হয়েছে। অভিযোগ ওঠে দেবী মূর্তি ও মণ্ডপে ভাঙচুর চালানো হয় , দীঘিতে ফেলে দেওয়া হয় মা দুর্গার মূর্তি। সেই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনা শুরু হয়েছে। বাংলাদেশে আক্রান্ত মা দুর্গা, মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠেছেন অনেকেই। দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এবার এই ঘটনা নিয়েই এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বঙ্গ বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছেন, বাংলাদেশের বেশ কয়েকটি দুর্গাপূজা প্যান্ডেল এবং বিভিন্ন মন্দিরে ভাঙচুরের পরিপ্রেক্ষিতে হিন্দুদের ত্রাণ দেওয়ার জন্য প্রয়োজনীয় এবং জরুরি পদক্ষেপ নিতে হবে। বাংলার বিরোধী দলনেতা মোদীকে লেখা চিঠিতে বাংলাদেশে দুর্গাপুজোর মত প্রাণবন্ত উৎসবকে ধ্বংস করা হয়েছে যে ভাবে সেই ঘটনার কথা তুলে ধরেছেন। শুভেন্দু লিখেছেন, “কুখ্যাত ভন্ডালরা বাংলাদেশের ‘সনাতনী’ সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করতেঅভ্যস্ত। এবার ধর্মীয় উগ্রপন্থীরা রাস্তায় নেমে বেশ কয়েকটি দুর্গাপূজার প্যান্ডেল এবং বিভিন্ন মন্দিরেও ভাঙচুর চালিয়েছে।”

- Advertisement -

আরও পড়ুন- বাংলাদেশে আক্রান্ত মা দুর্গা, মৌলবাদীদের বিরুদ্ধে গর্জে উঠল সন্তোষ মিত্র স্কোয়্যার

প্রধানমন্ত্রীর কাছে কাতর আবেদন করে শুভেন্দু অধিকারী লিখেছেন, “আমি আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব আপনার প্রয়োজনীয় এবং জরুরী পদক্ষেপ গ্রহণ করুন।” বঙ্গ বিজেপি নেতা বলেছেন, বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের অবস্থা বলা খুবই শোচনীয়। নন্দীগ্রামের বিধায়ক বলেন, পশ্চিমবঙ্গে অভিবাসী হওয়া বাংলাদেশি হিন্দুর আত্মীয়রা প্রতিবেশী রাজ্যে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি  চিঠিতে জানিয়েছেন, বাংলাদেশী হিন্দুদের অনেক আত্মীয় যারা অতীতের অমানবিক অত্যাচার থেকে বাঁচতে অতীতে পশ্চিমবঙ্গে পাড়ি দিয়েছিলেন, তাঁরাও ভুক্তভোগীদের সমর্থনে পাশে দাঁড়ানোর জন্য উন্মত্ত আহ্বান জানাচ্ছেন।

অন্যদিকে ভারত বাংলাদেশে সহিংসতার খবরকে “বিরক্তিকর” বলে অভিহিত করেছে। একই সঙ্গে বলেছে যে ভারতীয় দূতাবাস সহ ভারতীয় হাইকমিশন সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠ যোগাযোগে রয়েছে।বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দিল্লি।

আরও পড়ুন- Durga Puja: উচ্চশ্রেণীকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে সোনার বেনেদের পুজো

প্রসঙ্গত, কুমিল্লায় মহাষ্টমীর দিন হঠাৎই গুজব ছড়িয়ে পড়ে যে, একটি পুজো মণ্ডপে পবিত্র কোরানের অবমাননা করা হয়েছে। ব্যাস এটুকুই! এই গুজব ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা, ভাঙচুর চালানো হয় মণ্ডপে, দীঘিতে ফেলে দেওয়া হয় মা দুর্গার মূর্তি। ডিজিটাল যুগে এই ঘটনার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয় ভার্চুয়াল প্রতিবাদ। নেটিজেনরা ‘কুমিল্লায় আক্রান্ত মা দুর্গা’ হ্যাশট্যাগে পোস্ট করতেও শুরু করেন। ট্যুইটারে ট্রেন্ডিং হয় ‘হিন্দুস অ্যাটাকড ইন বাংলাদেশ (hindus attacked in Bangladesh)।