স্বস্তির খবর, দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকবে জানাল হাওয়া অফিস

0
300

কলকাতা: প্রচণ্ড দাবদাহে এখন শুধু অপেক্ষা বর্ষার৷ তাই রাজ্যবাসী প্রহর গুনছে ঝমঝময়ি বৃষ্টির৷ কিন্তু দক্ষিণবঙ্গে দেখা নেই বৃষ্টির৷ সকাল ৯টা বাজতে না বাজতেই রোদের প্রচণ্ড তাপে নাজেহাল সকলে৷ এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরও তেমন কোনো সুখবর দিতে পারছে না৷

তবে মঙ্গলবার আবহাওয়া দফতরের প্রথম বুলেটিনে জানা গিয়েছে, উত্তরবঙ্গে বর্ষার দাপট থাকলেও দক্ষিণবঙ্গে তার প্রভাব কম থাকবে৷ তবে একটু আশার কথা জানিয়ে হাওয়া অফিস৷ জানাচ্ছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৬ জুন দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে৷ তবে এই বর্ষায় বৃষ্টির পরিমাণ থাকবে হালকা থেকে মাঝারি৷

- Advertisement -

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হলে ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই পাওয়া যাবে৷ ফলে আপাতত বৃষ্টির অপেক্ষায় রয়েছে দক্ষিণবঙ্গবাসী৷ হাওয়া অফিস কিন্তু জানিয়েছে আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভবনা রয়েছে৷ সেই সঙ্গে আরও জানিয়েছে, এখন বালুরঘাট পেরিয়ে মালদহের দিকে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু৷ মালদহ থেকে সোজা দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা৷

তবে দক্ষিণবঙ্গে বর্ষার দেখা না মিললেও উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে৷ সেখানে আগামী পাঁচ দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে৷ আলিপুরদুয়ার ও কোচবিহারে অতিভারি বৃষ্টি এবং দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও উত্তর দিনাজপুরের কিছুটা অংশে ভারি বৃষ্টি হতে পারে৷

মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি৷ বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ৷