দাবি মতো তোলা না পাওয়ায় ব্যারাকপুরে ঠিকাদারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

0
18

ব্যারাকপুর: দাবি মতো তোলাবাজির টাকা না পাওয়ায় ঠিকাদারের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুর এলাকায়৷ পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে সরব হয়েছেন বাসিন্দারা৷ পুলিশ অবশ্য জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

আরও পড়ুন: দ্রুত উপনির্বাচনের দাবিতে আজ কমিশনে সওয়াল তৃণমূলের

- Advertisement -

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে ব্যারাকপুরের আর্দালি বাজারে এক কন্ট্রাক্টরের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা৷ অভিযোগ, রাতের অন্ধকারে মোটর সাইকেল করে আসে তিন দুষ্কৃতী৷ এরপর কন্ট্রাক্টরের বাড়ি লক্ষ্য করে পরপর কয়েকটি বোমা ছোঁড়ে। বোমার আঘাতে ভেঙে যায় বাড়ির জানালার কাঁচ। ঘরের ডেকোরেশন। বোমাবাজির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

আরও পড়ুন: ৫০ শতাংশ উপস্থিতি নিয়ে আজ থেকে রাজ্যে খুলছে কলেজ, দ্বাদশের জন্য স্কুল

বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কিছু সমাজবিরোধী আর্দলি বাজারের এক কন্ট্রাকটর বিশাল যাদবকে ফোনে ক্রমাগত তোলা চেয়ে হুমকি দিয়ে ফোন করছিল। সেই সঙ্গে ওই দুষ্কৃতীরা বিশাল যাদবের সঙ্গে রাস্তায় দেখা হলেও নানা রকম মন্তব্য করত বলে অভিযোগ । কয়েকদিন আগে ক্যান্টনমেন্ট বোর্ডের একটি বড় অর্ডার পান বিশাল যাদব নামে ওই কন্ট্রাকটর। এরপরই তার কাছে লক্ষাধিক টাকা দাবি করে এলাকার কিছু দুষ্কৃতী। আর সেই তোলা না দেওয়ায় এই ঘটনা বলে দাবি করেছে ওই কন্ট্রাক্টরের পরিবারের সদস্যরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ।