কাঁথিতে জলে তলিয়ে যাওয়া মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার

0
35

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: মৎস্যবন্দরে সমুদ্র জোয়ারের জলে তলিয়ে যাওয়ার নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে কাঁথি দেশপ্রাণ ব্লকের পেটুয়া মৎস্যবন্দরে। মৃতের নাম ৩৫ বছর বয়সী বাপি বেরা।

পুলিশ সূত্রে খবর, রবিবার সাত সকালে মৎস্যবন্দর থেকে প্রায় ৫০০ মিটার দূরে মৃতদেহটি ভাসতে দেখতে পায় অন্যন্য মৎস্যজীবীরা। ঘটনার খবর পেয়েই সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসে জুনপুট উপকুল থানার পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করা হয়।

- Advertisement -

তারপরে পরিবারের লোকেরা মৃতদেহটি শনান্ত করেন। মৃতের বাড়ি কাঁথি থানার পদ্মপুকুরিয়া এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে সমুদ্র থেকে মৎস্য শিকার করে কাঁথি দেশপ্রাণ ব্লকের পেটুয়া মৎস্যবন্দরে ফিরেছিল পঞ্চপ্রিয়া নামে একটি ট্রলার। মৎস্যবন্দরে ঢুকে ট্রলারটি নোঙর করার সময় আচমকাই ট্রলারের দড়িতে জাল লেগে যায়। তখনই মৎস্যবন্দর জোয়ারের জলে ভরপুর ছিল।

ওই মৎস্যজীবী জোয়ারের জলকে উপেক্ষা করেই জট মুক্ত করতে সমুদ্রে নামেন। তারপরে ওই মৎস্যজীবী উঠে আসেনি। এরপর পুলিশ স্পীড বোট নামিয়ে তল্লাশি শুরু করে। কিন্তু কোথাও মৎস্যজীবীর হদিশ পাওয়া যায়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্পীড বোট দিয়ে তল্লাশি করা হয়। এরপর শনিবার সকাল থেকে স্পীড বোট চালিয়ে তল্লাশি করা হয়।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে নিখোঁজ মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে কাঁথি হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে।